Sushant Singh Rajput's Images Feature in Kolkata Pandal: সুশান্ত সিং রাজপুতের স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুজোর প্যান্ডেলের থিম, কার্তিক রূপে প্রদর্শিত হবেন প্রয়াত অভিনেতা
সুশান্ত সিং রাজপুতের স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুজোর প্যান্ডেলের থিম (Picture Source: Sweta Singh Kirti Instagram)

কলকাতা, ১৮ অক্টোবর: করোনাকালে নমঃ নমঃ করে দুর্গাপুজো (Durga Puja) সারা হলেও বাদ পড়ছে না। ছোট করে হলেও হচ্ছে থিম পুজো (Theme Puja)। জায়গায় জায়গায় হচ্ছে থিমের লড়াই। কোথাও পরিযায়ী শ্রমিক মায়ের রূপে দেবী দুর্গাকে দেখানো হচ্ছে কোথাও আবার সাবেকি দুর্গাই মন কাড়ছে। ২০২০-তে করোনা মহামারীর পাশাপাশি দুর্যোগ, খ্যাত, বিখ্যাত মানুষদের হারিয়েছে দেশবাসী। এরই মধ্যে সবথেকে বেশি সাড়া ফেলেছিল সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে আম জনতা থেকে অনুরাগীরা। কলকাতার একটি পুজো প্যান্ডেলেই তাঁর স্মৃতির উদ্দেশ্যে থিম প্যান্ডেল বানিয়েছে।

কেষ্টপুরের মাস্টার দা স্মৃতি সঙ্ঘের পুজোর থিম এবার সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। পটচিত্রের মধ্যে সুশান্ত সিং রাজপুতকে তুলে ধরা হয়েছে। প্রয়াত অভিনেতাকে কার্তিকের অবতার হিসেবে প্রদর্শিত হবে। মাস্টার দা স্মৃতি সঙ্ঘের পুজো এবার ৬৮ বছরে পা দিল। ছোট করেই পুরো করার সিদ্ধান্ত নেন তারা। পাশাপাশি অতিরিক্ত অর্থ সামাজিক কার্যকলাপে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় তারা। আরও পড়ুন, রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বৌবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন লেগে অগ্নিদগ্ধ ৩

পুজো কমিটির সেক্রেটারি শিমুল মজুমদার সংবাদসংস্থা আইএএনএসকে জানিয়েছেন, “সুশান্ত সিং রাজপুতের চেহারা, তার দেহের প্যাটার্ন এবং চুলের স্টাইল কার্তিক ঠাকুরের সঙ্গে খুব মিল। তাই এই বছর, আমরা ঐতিহ্যবাহী মাটির পটচিত্রের প্লেটে ভগবান কার্তিকের অবতারে সুশান্তের মুখের সঙ্গে আমাদের প্যান্ডেলটি সজ্জিত করছি। শিল্পী মানস রায় ধারণা নিয়ে কাজ করছেন। এটি আমাদের প্রয়াত অভিনেতা, যাঁর অকাল মৃত্যু হয়েছিল তার প্রতি শ্রদ্ধা জানাই। "