Pawan Kalyan Gets COVID-19 : করোনায় আক্রান্ত সুপারস্টার পবন কল্যাণ
কোভিডে আক্রান্ত পবন কল্যাণ, ছবি ইনস্টাগ্রাম

চেন্নাই, ১৬ এপ্রিল: করোনায় আক্রান্ত সুপারস্টার পবন কল্যাণ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে তেলুগু সুপারস্টারের কোভিডে আক্রান্তের খবর জানানো হয়। বেশ কয়েকদিন ধরে বুকে চাপ অনুভব করছিলেন পবন কল্যাণ (Pawan Kalyan )। এরপর চিকিৎসা করাতে গিয়েই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

যদিও করোনায় (Corona)  আক্রান্ত হওয়া পর আপাতত বাড়িতেই রয়েছেন দক্ষিণী সুপারস্টার। নিভৃতবাসে থেকে, চিকিৎসকের কথা মতোই পবন কল্যাণ চলছেন বলে জানা যায়।

আরও পড়ুন :  Shaan on Kumbh Mela : 'ঈশ্বর কেন আমাদের রক্ষা করবেন?' করোনাকালে কুম্ভের ভিড় দেখে প্রশ্ন শানের

সম্প্রতি বলিউডে (Bollywood) একের পর এক তারকার কোভিডে আক্রান্ত হওয়ার খবর মেলে। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট (Alia Bhatt), অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়ালরা করোনায় (COVID 19) আক্রান্ত হন। করোনা থাবা বসায় ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল, ভূমি পেদনেকরের শরীরেও। কোভিডে আক্রান্ত হওয়ার পর অক্ষয় কুমার হাসপাতালে ভর্তি হলেও, আলিয়া, ক্যাটরিনা, বিকিরা বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন।