Sunjay Kapur, Priya Sachdev, Karisma Kapoor (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ সেপ্টেম্বর: প্রয়াত সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) সম্পত্তি থেকে করিশ্মা কাপুরের (Karisma Kapoor) ২ সন্তানকে বঞ্ছিত করা হচ্ছে। নিজের সন্তানদের জন্য এভাবেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন করিশ্মা কাপুর। দিল্লি হাইকোর্টে আজ বিচারপতি জ্যোতি সিংয়ের নজরদারিতে মামলার শুনানি  শুরু হলে, সেখানে দুই বর্ষীয়ান আইনজীবীকে চিৎকার করতে শোনা যায়।

বিচারপতির সামনেই আইনজীবী মহেশ জেঠমালানি এবং রাজীন নায়ারের বাকযুদ্ধ শুরু হয়। এমনকী 'আমার উপর চিৎকার করবেন না' বলে চেঁচাতে শোনা যায় দুই বর্ষীয়ান আইনজীবীকে। দিল্লি হাইকোর্টে করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা এবং কিয়ানের দাবি নিয়ে মামলা উঠলে, সেখানেই বিবাদে জড়াতে দেখা যায় করিশ্মা কাপুরের আইনজীবী এবং প্রিয়া সচদেভের (Priya Sachdev Kapur) আইনজীবীকে। যে ভিডিয়ো সামনে আসার পর তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

করিশ্মা কাপুরের সন্তানদের মামলায় আদালতে দুই আইনজীবীর বাকযুদ্ধ...

 

আরও পড়ুন: Karisma Kapoor-Sunjay Kapur: সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি 'হড়পের' চেষ্টা তৃতীয় স্ত্রীর, করিশ্মার সন্তানরা আদালতের দ্বারস্থ হলে ঘটে গেল এই ঘটনা

সঞ্জয় কাপুরের মৃত্যু 

গত ১২ জুন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। লন্ডনে গল্ফ ক্লাবে মৌমাছি কামড়ালে, সঞ্জয় হৃদরোগে আক্রান্ত হন।মৌমাছির কামড়ে সঞ্জয় কাপুর যখন ছটপট করতে শুরু করে, তাঁকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। তার আগেই মৃত্যু হয় এই ব্যবসায়ীর।

সঞ্জয়ের মৃত্যু এবং সম্পত্তির লড়াই 

সঞ্জয় কাপুরের মৃত্যুর পর দুই ছেলে, মেয়েকে নিয়ে দিল্লি উড়ে যান করিশ্মা কাপুর। প্রাক্তন স্বামীর শেষকৃত্য থেকে শোকসভা সর্বত্রই দেখা যা নায়িকাকে।

তবে সঞ্জয়ের মৃত্যুর এক মাসের মধ্যেই পরিবারে লড়াই শুরু হয়। প্রথমে সঞ্জয় কাপুরের বৃদ্ধা মা অভিযোগ করেন, তাঁকে না জানিয়ে তাঁর প্রয়াত ছেলের কোম্পানির ৫০০ কোটির শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। পুত্রবধূ অর্থাৎ সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভের বিরুদ্ধে আঙুল তোলেন বৃদ্ধা রানি কাপুর।

করিশ্মা কাপুরেরর সন্তানদের অভিযোগ 

রানি কাপুরের অভিযোগের পর সৎ মা প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন করিশ্মার সন্তানরা। করিশ্মার মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ানকে তাঁদের বাবার সম্পত্তি থেকে বঞ্ছিত করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে সামাইরা এবং কিয়ান দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। যার শুনানি শুরু হয়েছে বর্তমানে।

সঞ্জয় কাপুরের বোনের অভিযোগ প্রিয়া সচদেভের বিরুদ্ধে 

সঞ্জয় কাপুরর বোন মন্দিরা কাপুর স্মিথও প্রিয়া সচদেভের বিরুদ্ধে মুখে খোলেন। তিনি বলেন, কেন একজন সমস্ত সম্পত্তি হড়প করবে। করিশ্মার সন্তানদেরও সম্পত্তির উপর পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর স্মিথ।

এসবের পাশাপাশি প্রিয়া সচদেভ তাঁকে আলাদা করে দেন বাড়িতে ঢোকার পর। উলটে করিশ্মা কাপুর তাঁর প্রিয় বন্ধু এখনও পর্যন্ত। এমন মন্তব্যও শোনা যায় মন্দিরা কাপুর স্মিথের মুখে।

'আমার উপর চেঁচাবেন না', সঞ্জয় কাপুরের সম্পত্তি মামলায় করিশ্মার আইনজীবীর সঙ্গে প্রিয়ার উকিলের লড়াই, দেখুন ভিডিয়ো