দিল্লি,১১ সেপ্টেম্বর: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) বোন মন্দিরা কাপুর স্মিথও এবার দাঁড়ালেন করিশ্মা কাপুরের (karisma Kapoor) সন্তানদের পাশে। প্রিয়া সচদেভ সম্পত্তি 'হড়পের' চেষ্টা করছেন। তাই একজনই সঞ্জয় কাপুরের সমস্ত সম্পত্তি নিয়ে চলে যেতে পারেন। তাই এবার করিশ্মার সন্তানদের পাশে দাঁড়ালেন মন্দিরা কাপুর স্মিথ।
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর বাবার সম্পত্তি পেতে আদালতের দ্বারস্থ হয়েছে করিশ্মার দুই সন্তান। সামাইরা কাপুর (Samaira Kapoor) এবং কিয়ান রাজ কাপুরকে (Kian Raj Kapoor) সম্পত্তি থেকে বঞ্ছিত করা হচ্ছে বলে আদালতে আবেদন করা হয়েছে। প্রিয়া সচদেভ কাপুর অর্থাৎ সৎ মা তাঁদের বাবার সম্পত্তি থকেে বঞ্ছিত করছেন বলে অভিযোগ সামাইরা এবং কিয়ানের। করিশ্মার দুই সন্তানের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বুধবার দিল্লি হাইকোর্টে ওই মামলার শুনানি হয়।
করিশ্মা কাপুরের দুই সন্তানের পাশাপাশি সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও পুত্রবধূ প্রিয়া সচদেভের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছেন। তাঁকে না জানিয়েই সঞ্জয় কাপুরের কোম্পানি সোনা কমস্টারের ৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন রানি কাপুর।
বুধবার যখন সঞ্জয় কাপুরের পরিবারের রাজনীতি নিয়ে উত্তাল হতে শুরু করেছে বিভিন্ন মহল, সেই সময় করিশ্মার ছেলে, মেয়ের পাশে দাঁড়ান তাদের পিসি মন্দিরা কাপুর স্মিথ।
মন্দিরা কাপুর বলেন, তিনি কখনও বিশ্বাস করেন না, তাঁর দাদা নিজের উইল থেকে সামাইরা এবং কিয়ানকে বাদ দিয়েছেন। এই দাবির কোনও যুক্তি নেই। তাই তিনি সব সময় সামাইরা এবং কিয়ানের পাশে রয়েছেন বলে জানান মন্দিরা।
পাশাপাশি সামাইরা এবং কিয়ানের সঙ্গে তাদের বাবার যে সম্পর্ক ছিল, তা থেকে এই কথা কখনও বিশ্বাসযোগ্য নয় যে তাদের দুজনকে উইল থেকে বাদ দেওয়া হয়েছে। নাম না করেই তিনি প্রিয়া সচদেভের বিরুদ্ধে তোপ দাগেন। মন্দিরা কাপুর বলেন, এমন পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে যে একজনই সমস্ত সম্পত্তি নিয়ে যেতে বসেছেন।
এসবের পাশাপাশি মন্দিরা আরও বলেন, সমস্ত সম্পত্তি তাঁর বাবা তৈরি করেছেন। তা বাড়িয়েছেন সঞ্জয়। যেমন প্রত্যেকটি ভারতীয় পরিবারে হয়। তাঁর বাবা এই বিপুল সম্পত্তি তাঁর মায়ের জন্য তৈরি করেন। অথচ তাঁর মাকে না জানিয়ে সমস্ত সম্পত্তি একজন হড়প করতে চাইছেন বলে প্রিয়া সচদেভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্দিরা কাপুর।