দিল্লি, ১০ সেপ্টেম্বর: করিশ্মা কাপুরের (Karisma Kapoor) সন্তানদের পর এবার রানি কাপুর (Rani Kapur)। সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) তৃতীয় স্ত্রীর (Priya Sachdev Kapur) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন প্রয়াত ব্যবসায়ীর মা। ৮০ বছরের বৃদ্ধা রানি কাপুরের দাবি, তাঁর ছেলে সঞ্জয় যে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, তার মধ্যে ১০ হাজার কোটি টাকা তাঁর। অর্থাৎ সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি থেকে ১০ হাজার কোটি দাবি করেছেন ৮০ বছরের রানি কাপুর। এবং সেই দাবি নিয়ে রানি কাপুর দ্বারস্থ হয়েছেন দিল্লি হাইকোর্টের।
রানি কাপুরের অভিযোগ, প্রিয়া সচদেভ কাপুর তাঁর ছেলের উইল জাল করেছেন। আর সেই জাল উইল মারফৎ রানি কাপুরের সই জাল করে, কখনও তাঁকে না জানিয়ে, তাঁর সমস্ত শেয়ার হড়প করার চেষ্টা করছেন প্রিয়া সচদেভ কাপুর। তাই পুত্রবধূর বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন রানি কাপুর।
রানি কাপুরের আইনজীবী বৈভব গাগর জানান, তাঁর মক্কেলকে কিছু জানানো হয়নি। তাঁর মক্কেলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সোনা কমস্টারের শেয়ার কার কাছে কীভাবে বিক্রি করা হল, তা জানতে চান প্রয়াত সঞ্জয় কাপুরের মায়ের আইনজীবী।
সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে সোনা কমস্টারের ৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। সেই শেয়ার কার অনুমতি নিয়ে বিক্রি করা হয়েছে, তা জানানো হোক। রানি কাপুর এ বিষয়ে কিছু জানেন না বলে সঞ্জয়ের মায়ের আইনজীবী দাবি করেন আদালতে।
এদিকে করিশ্মা কাপুরের ২ সন্তানও আদালতের দ্বারস্থ। সৎ মা প্রিয়া সচদেভ কাপুর তাদের কিছু না জানিয়ে বাবা সঞ্জয় কাপুরের সম্পত্তি থেকে তাদের সরিয়ে দিচ্ছেন। এমন অভিযোগ নিয়েই করিশ্মার দুই সন্তান দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যার শুনানি বুধবার শুরু হয়েছে।