বড়দিনে বক্স অফিসে বড় যুদ্ধ। চলতি বছর ২২ ডিসেম্বর একই দিনে মুক্তি পাচ্ছে দেশের দুই মহাতারকার সিনেমা। রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত 'ডুনকি' (Dunki)-র সঙ্গেই রিলিজ করছে বাহুবলী খ্যাত প্রভাসের 'সালার' (Salaar)-এর। চলতি বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল প্রভাসের 'সালার-পার্ট ওয়ান'-এর। কিন্তু 'জওয়ান' দারুণ চলায় 'সালার'-এর মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 'জওয়ান'কে এড়িয়ে 'ডুনকি'র মুখে পড়ল 'সালার'। 'আদিপুরুষ' বড় ফ্লপ করার পর প্রভাস ভক্তরা 'সালার'-এর দিকে চেয়ে। প্রভাসের সালার-এর পরিচালক হলেন প্রশান্ত নীল। যে প্রশান্ত এর আগে কেজিএফ' (KGF), 'পুষ্পা'-র মত মেগাহিট সিনেমা পরিচালনা করেছেন।
সালার-সিনেমা যে প্রযোজনা সংস্থার সেই 'হোমবালে ফিল্মস' এর আগে ২০১৮ সালের খ্রিস্টমাসে শাহরুখ খানের জিরো সিনেমার সঙ্গে রিলিজ দিয়েছিল যশ-এর 'কেজিএফ'-এর। বক্স অফিসে কেজিএফ ঝড়ে উড়ে ফ্লপ করেছিল শাহরুখের জিরো। আরও পড়ুন-শাহরুখের ধামাকা, মুক্তির ১৮ দিনে ভারত জুড়ে ৫৬০ কোটির ব্যবসা জওয়ানের
পাঠান, জওয়ান মিলিয়ে হাজার কোটির ব্য়বসা দিয়ে শাহরুখ খান এখন ভারতের বক্স অফিসে কার্যত একা রাজ করছেন। শাহরুখের জওয়ান তো বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছর শাহরুখের তৃতীয় তথা শেষ রিলিজ ডুনকি নিয়ে আরও বড় আশা রয়েছে। কারণ ডুনকি হল রাজকুমার হিরানির সিনেমা। মুন্নাভাই, লাগোরাহো মুন্না থেকে পিকে, থ্রি ইডিয়েটস-রাজকুমার হিরানির সিনেমা মানেই বক্স অফিসে আগুন। শাহরুখ, রাজকুমার হিরানি এই প্রথম জুটি বেঁধে নামতে চলেছেন। ফলে শুরু থেকে বক্স অফিসে ঝড় তোলার অপেক্ষায় ডুনকি। তার মধ্যে আবার রাজকুমার হিরানি মানেই ব্যতিক্রমী কাহিনী দেখার আশা।
দেখুন এক্স
YES, IT’S TRUE… SRK VS PRABHAS, ‘DUNKI’ VS ‘SALAAR’ THIS CHRISTMAS… The exhibitors have received a mail stating that #Salaar will arrive THIS CHRISTMAS [on 22 Dec 2023]… An official announcement by the producers, #HombaleFilms, will be made on Friday [29 Sept 2023].
This is… pic.twitter.com/BkgLGepiOt
— taran adarsh (@taran_adarsh) September 25, 2023
পরিচালনায় আরও এক অপ্রতিরোধ্য চলচ্চিত্রের সৃষ্টি হতে চলেছে বলেই অনুমান করছেন দর্শকমহল। তেলেগু, কন্নড়, মালায়লাম, তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে প্রভাস অভিনীত 'সালার'। বাহুবলীর পর প্রভাসের পরপর দুটি সিনেমা সাহো, রাধে শ্যাম একেবারেই সাফল্য পায়নি। এরপর আদিপুরুষ বক্স অফিসে শুধু মুখথুবড়েই পড়েনি, সঙ্গে চূড়ান্ত সমালোচিত হয়।