Shilpa Shetty (Photo Credit Instagram)

নয়াদিল্লি: শিল্পা শেঠি কুন্দ্রা, বিনোদন জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্প্রতি শিল্পা (Shilpa Shetty) অনবদ্য ফ্যাশনের জন্য আবারও আলোচিত। ডিজাইনার লাইনা স্টেইনের ডিজাইন করা একটি হলুদ গাউন পরে টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে পৌঁছে যান। হাইলাইট করা গাল, পিচ লিপস্টিক শেড এবং চকচকে আইশ্যাডোতে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছিল। অনুষ্ঠানে বলিউড ডিভাকে দেখে মুগ্ধ হয়েছেন সকলে। সেদিনের ছবি তিনি তাঁর ইন্সটাগ্রাম থেকে শেয়ার করেছেন। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেখুন তাঁর সেই মন মাতানো ছবি। আরও পড়ুন : Jaane Jaan Teaser: সুজয় ঘোষের থ্রিলার দিয়ে ওটিটিতে ডেবিউ করিনার, প্রকাশ্যে ‘জানে জান’র টিজার

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)