Shefali Jariwala (Photo Credit: Instagram)

মুম্বই, ১ জুলাই: শেফালি জারিওয়ালার (Shefali Jariwala's Death) মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। অভিনেত্রীর ময়নাতদন্ত হলেও, টক্সিকোলজি এবং ভিসেরা ব্লাড রিপোর্ট না আসা পর্যন্ত, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কোনও মন্তব্য করছেন না চিকিৎসকরা। ফলে শেফালি জারিওয়ালার মৃত্যু কী কারণে হয়েছে, তা জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

এসবের মাঝে অভিনেত্রী (Actress) কাছের বন্ধু পূজা ঘাই এ বিষয়ে মুখ খোলেন। ভিকি লালওয়ানির  সাক্ষাৎকারে হাজির হয়ে পূজা (Pooja Ghai) বলেন, শেফালি নিজের জীবন সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। সময় মত খাওয়াদাওয়া করতেন। সময় মেপে ঘুমোতেন। নিজেকে কীভাবে ঠিক রাখতে হয়, শেফালি তা ভালভাবে জানতেন বলে মন্তব্য করেন পূজা ঘাই।

আরও পড়ুন: Shefali Jariwala's Death: বাসি খাবারের পর অ্যান্টি এজিং পিলসই শেষ করে দেয় শেফালিকে? হাসপাতালে নেওয়ার আগেই অভিনেত্রী ঢলে পড়েন মৃত্যুর কোলে, রিপোর্ট

পূজা আরও বলেন, শেফালির মৃত্যুর আগের দিন তাঁর বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়। তাই শেফালির মৃত্যুর পর যখন তাঁকে নিয়ে যাওয়া হয়, তখনও অভিনেত্রীর অন্ধেরির বাড়ি সাজানো ছিল।

মৃত্যুর রাতে কী হয়েছিল 

শেফালির মৃত্যুর আগে অভিনেত্রী রাতের খাবার খান। খাবারের পর পরাগ ত্যাগি (Parag Tyagi) নিজের পোষ্যকে নিয়ে নীচে হাঁটতে যান। ওই সময় শেফালির ঘরের কাজের মহিলা পরাগকে ফোন করেন এবং বলেন, 'দিদির শরীর ভাল নেই'। পরাগ ওই সময় পোষ্যকে সেখানকার নিরাপত্তারক্ষীর হাতে দিয়ে উপরে উঠে যান। উপরে উঠে দেখেন, শেফালির চোখ বন্ধ। সঙ্গে সঙ্গে পরাগ স্ত্রীকে নিয়ে বেলভিউ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। শেফালি ওই সময় চোখ খুলছিলেন না ঠিকই কিন্তু তাঁর নার্ভ সচল ছিল বলে জানান পূজা ঘাই। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা শেফালিকে মৃত বলে ঘোষণা করেন। তখন আর করার কিছু ছিল না বলে জানান পূজা ঘাই।

শেফালি কি আইভি ড্রিপস নিতেন? 

আইভি ড্রিপসের প্রশ্নে পূজা জানান, শেফালি ২৭ জুন রাতেও আইভি ড্রিপস নেন। মৃত্যুর আগে তিনি নিয়েছিলেন। প্রতিদিনই ওই ওষুধ খেতেন। শুধু তাই নয়, আইভি ড্রিপস অত্যন্ত নিরাপদ এবং দুবাইতে বহুল প্রচলিত। শেফালির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে আইভি ড্রিপস শেফালি যেমন প্রতিদিন নিতেন, সেই রাতেও সেইভাবেই নেন বলে জানান পূজা ঘাই।

শেফালির মা অসুস্থ হয়ে পড়েন মেয়ের খবর শুনে 

পূজা আরও জানান, শেফালির মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। হাসপাতালে গিয়ে বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালির মাকে অসুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন বলে জানান পূজা ঘাই।

পূজা বলেন, শেফালির মৃত্য়ুকে চিকিৎসকরা হার্ট অ্যাটাক বলেই অভিহিত করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই শেফালি জারিওয়ালার মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলেও আশা প্রকাশ করেন পূজা ঘাই।