মুম্বই, ৩০ জুন: শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) মৃত্যুর কারণ কী, তা এখনও প্রকাশ্যে আসেনি। শেফালির ময়নাতদন্ত করা হয়েছে তবে টক্সিকোলজি রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। উপোস করে থেকে তারপর বাসি খাবার খেয়ে, অ্যান্টি এজিং ওষুধ (Anti Aging Pills) নেওয়ার জেরে শেফালিক বিপি একদম নেমে যায়। তার জেরেই কি অভিনেত্রীর মৃত্যু হয়? চিকিৎসকরা এমন মনে করলেও, টক্সিকোলজি রিপোর্ট না এলে, তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না।
সূত্রের খবর, কোনও চিকিৎসকের পরামর্শ ছাড়াই শেফালি বার্ধক্য রোধ করার ওষুধ অর্থাৎ অ্যান্টি এজিং পিলস খাচ্ছিলেন। কয়েক বছর ধরে তিনি এই ওষুধ খাচ্ছিলেন বলে খবর। ফলে পুলিশ শেফালির অন্ধেরির বাড়ি থেকে ২ বাক্স ভর্তি ওষুধ উদ্ধার করেছে। গত ২৭ জুন শেফালি বাসি খাবার খান। তারপরই অ্যান্টি এজিং ওষুধ খান। সূত্রের তরফে প্রকাশ্যে আসছে এমন খবর। বাসি খাবার খেয়ে, অ্যান্টি এজিং ওষুধ খাওয়ার পরপরই শেফালি বিপি একেবারে নেমে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মৃত্য়ুর পর মুম্বইয়ের (Mumbai) কুপার হাসপাতালে শেফালি জারিওয়ালের ময়নাতদন্ত হয়। সেখানেই চিকিৎসকরা মনে করেন, নিজে নিজে ওষুধ খাওয়ার জেরে শেফালি হৃদরোগে আক্রান্ত হন এবং সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। তবে টক্সিকোলজির পাশাপাশি ভিসেরা ব্লাড রিপোর্টের জন্যও চিকিৎসকরা অপেক্ষা করছেন বলে জানান।
এদিকে শেফালি জারিওয়ালর মৃত্যুর পর মুম্বই পুলিশ 'কাঁটা লাগা গার্ল'-এর স্বামী পরাগ ত্যাগির বয়ান রেকর্ড করেছে। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল বলে নিজের বয়ানে জানান শেফালি। তাঁর স্ত্রী সুস্থ ছিলেন তবে নিজে নিজে ওষুধ খেতেন বলেও জানান পরাগ ত্যাগি।
গত ২৭ জুন রাত ১০টা নাগাদ পরাগ ত্যাগি মুম্বইয়ের বেলভিউ মিউনিস্প্যাল হাসপাতালে নিয়ে যান স্ত্রী শেফালি জারিওয়ালাকে। তবে হাসপাতালে নেওয়ার আগেই শেফালির মৃত্যু হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসকরা। ২৭ জুন রাত ১১.১৫ নাগাদ শেফালি জারিওয়ালার মৃত্যু হয় বলে জানান বেলভিউ মিউনিসিপ্যাল হাসপাতালের চিকিৎসকরা। এরপর রাত একটা নাগাদ শেফালির মৃত্যুর খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শেফালি জারিওয়ালার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কুপার হাসপাতালে।
বাসি খাবারের পর অ্যান্টি এজিং পিলসই শেষ করে দেয় শেফালিকে? হাসপাতালে নেওয়ার আগেই অভিনেত্রী ঢলে পড়েন মৃত্যুর কোলে, রিপোর্ট