Shefali Jariwala (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ জুন:  শেফালি জারিওয়ালার (Shefali Jariwala Death) মৃত্যু ঘিরে রহস্য ঘনাতে শুরু করেছে। শেফালির মৃত্যু কীভাবে হল, সেই রহস্যের সমাধান এখনও হয়নি। মুম্বই পুলিশের তরফে শেফালির ময়না তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। ফলে সেখানে কোনও ফাউল প্লে বা অসামঞ্জস্য রয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি স্পষ্টভাবে।

রিপোর্টে প্রকাশ, শেফালি জারিওয়ালর মৃত্যুর পর তাঁর বাড়িতে যে পুলিশ এবং ফরেন্সিক টিম যায়, তাঁদের হাতে এসেছে একাধিক ওষুধ। অ্যান্টি এজিংয়ের অর্থাৎ বার্ধক্য ঠেকানোর ওষুধ মিলেছে। স্কিন গ্লো অর্থাৎ ত্বক উজ্জ্বল করার বাক্স বাক্স ওষুধও শেফালির ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিজেকে সুন্দর রাখার যে প্রয়াস শেফালি ক্রমাগত চালাচ্ছিলেন, তার জেরেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে। পাশাপাশি 'কাঁটা লাগা গার্ল'-এর যে টক্সিকোলজি রিপোর্ট, তার জন্যও চলছে অপেক্ষা।

আরও পড়ুন: Shefali Jariwala Last Rites: শেষ চুম্বন, শ্মশানঘাটে শায়িত শেফালির নিথর দেহে পরম যত্নে আদর করলেন স্বামী পরাগ, চোখে জল আনা ভিডিও

শেফালির ঘর খুঁজে উদ্ধার বাক্স ভর্তি সব ওষুধ...

 

এসবের পাশাপাশি আরও জানা যায়, শেফালি জারিওয়ালা নিয়মিত বার্ধক্য ঠেকানোর জন্য যেমন ওষুধ নিতেন, তেমনি তাঁর ইনজেকশনও চলছিল। বাড়িতে অনুষ্ঠান থাকায় সেদিন উপোস করেছিলেন নায়িকা। খালি পেটে থাকার পর ইনজেকশন নেওয়ার জেরেই কি শেফালির মৃত্যু, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।

গত শুক্রবার রাতে হঠাৎ করেই শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর আসে। শেফালি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাঁর স্বামী পরাগ ত্যাগি (Parag Tyagi) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই চলছে জল্পনা। শেফালির এমন হঠাৎ মৃত্যুর ঝএৎএ শোকের ছায়া নেমে এসেছে।