মুম্বই, ২৯ জুনঃ অভিনেত্রী শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) অকালপ্রয়াণে শোকস্তব্ধ তাঁর গোটা পরিবার। সন্তান বিয়োগের যন্ত্রণায় ছটফট করছেন তাঁর মা। শ্মশানঘাটে ফুলে সজ্জিত মেয়ের দেহ আগলে বসে রয়েছেন তিনি। স্ত্রীর মাথার কাছে বসে স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)। শেফালির মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জিম করার ছবি শেয়ার করেছিলেন তিনি। হঠাৎই বদলে গেল তাঁর গোটা পৃথিবী। অকালে চলে গেলেন অভিনেত্রী।
শনিবার, ২৮ জুন মুম্বইয়ের ওশিওয়ারার শ্মশানঘাটে 'কাঁটা লাগা গার্ল'এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে (Shefali Jariwala Last Rites)। অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) শেষকৃত্যও এই একই শ্মশানভূমিতে সম্পন্ন হয়েছিল। শ্মশানঘাটে শায়িত শেফালির নিথর দেহে পরম যত্নে আদর এঁকে দিলেম স্বামী পুরাগ। কপালে দিলেন শেষ চুম্বন। এক দৃষ্টে চেয়ে রইলেন। এই মুখ যে তিনি আর কখনও দেখতে পারবেন না সামনে থেকে। আদর করে মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই ভিডিও দেখে চোখে জল চলে আসবে যে কারুর।
শেফালির শেষকৃত্য সম্পন্ন
স্ত্রীকে শেষ চুম্বনঃ
View this post on Instagram
অন্যদিকে শেফালির মা মেয়ের মৃত্যুতে হৃদয় ভাঙা যন্ত্রণা অনুভব করছেন। হাপুস নয়নে কেঁদে চলেছেন তিনি। সে দৃশ্য চোখে দেখা দায়।
সন্তান বিয়োগের যন্ত্রণায় ছটফট করছেন শেফালির মা
View this post on Instagram
শেফালি জারিওয়ারা শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শ্মশানঘাট থেকে বেরিয়ে পাপারাৎজির সামনে হাত জড়ো করে স্বামী পরাগ বললেন, 'আমার পরীর জন্যে আপনারা সবাই প্রার্থনা করবেন। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, শান্তিতে থাকে'।
শেফালির জন্যে প্রার্থনাঃ
View this post on Instagram
শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু (Shefali Jariwala Sudden Death) সংবাদ স্তব্ধ করেছে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে শুরু করে ভক্তদের। এদিন অভিনেত্রীর শেষকৃত্যে সামিল হতে শ্মশানঘাটে পৌঁছে গিয়েছিলেন শেহনাজ গিল, সুনিধি চৌহান, হিন্দুস্তানি ভাউ, মানারা চোপড়া, পারাস ছাবড়া-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে।