Shah Rukh Khan, PM Modi (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ সেপ্টেম্বর: জওয়ান সিনেমায় সরকার বিরোধী সংলাপ দিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। বিরোধী দলের নেতা-সমর্থকরা এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেন। কিন্তু 'জওয়ান'-এর সফলতার মাঝে সম্প্রতি দিল্লিতে জি-২০ সম্মেলনের বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বিরোধীদের দাবিতে জল ঢেলেছেন শাহরুখ। যদিও অনেকের দাবি, মোদীকে জি-২০ সম্মেলন নিয়ে অভিনন্দন জানিয়ে জওয়ান নিয়ে ঝুঁকি না নিয়ে ভারসাম্যের খেলা খেলেছেন কিং খান।

এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৩ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ। দেশের সর্বস্তরের মানুষ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তা থেকে বাদ গেলেন না কিং খানও। প্রধানমন্ত্রীকে লেখা সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় শাহরুখ লেখেন, " আপনার সুস্থ এবং আনন্দময় দিন কামনা করি। কাজ থেকে কিছুটা ছুটি পেলে একটু মজাও করুন। শুভেচ্ছা।"

দেখুন মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খানের টুইট

ছেলে আরিয়ান খানের গ্রেফতারের পর থেকেই বিজেপির সঙ্গে শাহরুখ খানের সম্পর্কটা বেশ খারাপ হয়ে যায়। বীবেক অগ্নিহোত্রী থেকে শুরু করে বিনোদন জগতের বিজেপি-পন্থীরা শাহরুখকে বারবার আক্রমণ করেন। যোগী আদিত্যনাথ থেকে হিমন্ত বিশ্বশর্মা-র মত বিজেপির দাপুটে মুখ্যমন্ত্রীরা কিং খানকে নানা ইস্যুতে কটাক্ষও করেন। পাঠান-বয়কটের ডাকেও বিজেপি কিছু নেতা-কর্মীদের সামনের সারিতে দেখা গিয়েছিল। কিন্তু জওয়ান-এর মহাসাফল্যের মাঝে শাহরুখ যতটা সম্ভব বিতর্ক ও রাজনীতিকে দূরে রাখছেন।