কলকাতা, ২৭ জানুয়ারি: অসুস্থ হয়ে পড়লেন 'গীতশ্রী'। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এরপরই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।
মঙ্গলবার সন্ধ্যায় পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মোদী সরকারের পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন নবতীপর শিল্পী। এই বয়সে এসে পদ্ম সম্মানের তাঁর আর কোনও প্রয়োজন নেই। শ্রোতারাই তাঁর কাছে সব বলে নিজের বিবৃতিতে জানান সন্ধ্য়া মুখোপাধ্যায়। পদ্মশ্রী প্রত্যাখানের পর মানসিকভাবে সন্ধ্যা মুখোপাধ্যায় ভেঙে পড়েন বলে খবর।
আরও পড়ুন: Anindita Raychaudhury এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সুদীপ সরকার, দেখুন
বৃহস্পতিবার শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই শিল্পীর চিকিৎসা চলবে বলে খবর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের খোঁজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিচ্ছেন বলে জানা যায়।