১ অক্টোবর কালারস টিভিতে বিগ বস (Bigg Boss)১৬ সিজনের প্রিমিয়ার হয়, তখনই সামনে আসে এবার  বিগ বসের  ১৬ জন প্রতিযোগীদের মধ্যে একজন হলেন সাজিদ খান(Sajid Khan)। ২০১৮ সালে, ভারতে  মি টু (MeToo) আন্দোলনের সময় যার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অনেক অভিনেত্রী। ইতিমধ্যেই  সাজিদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে  সোশ্যাল মিডিয়ায় ‘রিমুভ সাজিদ খান’ কথাটি ট্রেন্ডিং হয়েছে এমনকি রিয়েলিটি শো থেকে তাকে বহিষ্কারের দাবিতে একটি পিটিশনও দিয়েছেন নেটিজেনরা।দিল্লি মহিলা কমিশনের(Delhi Commission For Women) চেয়ারপার্সন স্বাতী মালিয়ালও জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো 'বিগ বস' -এর ঘর থেকে চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে  বহিষ্কার করার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের শরণাপন্ন হয়েছেন।

তবে এত কিছুর মধ্যে উলটো সুর গেয়েছেন মডেল রাখি সাওয়ান্ত। প্রায় হাপুস নয়নে কেঁদে সকলের কাছে আর্জি জানিয়েছেন সাজিদের সঙ্গে এরকম না করতে। সাজিদ তার কেও হন না তবু মনুষত্বের খাতিরে তিনি এই দাবি করছেন। তিনি বলেন এরকম চলতে থাকলে সাজিদ আত্মহত্যাও করতে পারেন। দেখুন কি বলেছেন রাখী-

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)