Sachin Sanghvi (Photo Credit: X)

মুম্বই, ২৪ অক্টোবর: সুরকার সচিন সাংভিকে (Sachin Sanghvi Arrested) গ্রেফতার করা হয়েছে যৌন হেনস্থার অভিযোগে। সচিন-জিগার খ্যাত বলিউডের তারকা সুরকার জুটির সচিন সাংভিকে গ্রেফতার করা হয় এক তরুণীর যৌন হেনস্থার অভিযোগে। ওই তরুণীকে যেমন যৌন হেনস্থা করা হয়, তেমনি তাঁকে গর্ভপাত করানোর জন্যও জোর করা হয় বলে অভিযোগ ওঠে। মুম্বই পুলিশ সচিন সাংভিকে গ্রেফতারের পরপরই গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

সচিন সাংভিকে গ্রেফতারের পরপর তাঁর স্ত্রীকে নিয়ে চর্চা শুরু হয়। কে এই সচিন সাংভির স্ত্রী?

আরও পড়ুন: Sachin Sanghvi Arrested: সচিন-জিগার জুটির সচিন গ্রেফতার, যৌন হেনস্থার পর জোর করে গর্ভপাত করানোর চেষ্টাও করেন বলিউড সুরকার, দায়ের মুম্বই পুলিশের এফআইআরে

জানা যাচ্ছে, সচিন সাংভির স্ত্রী হলেন শীতল সাংভি। সচিনের গ্রেফতারির পর সুরকারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দেওয়া হয়। সচিন সাংভির স্ত্রী শীতলের ইনস্টা অ্যাকাউন্টও প্রাইভেট করে দেওয়া হয়।

স্ত্রী শতীলের পাশাপাশি সচিন সাংভির এক মেয়ে রয়েছে। যাঁর নাম তানিস্কা। বাবার মত সচিন সাংভির মেয়ে তানিস্কাও গানের জগতে পা রেখেছেন। এগিয়ে যাচ্ছেন নিজের মত করে।