রঙ্গমঞ্চের বর্ণময় চরিত্র নটী বিনোদিনী (Noti Binodini)। শুধু বাংলার নয় পৃথিবীর রঙ্গমঞ্চের ইতিহাসে নটী বিনোদিনীর মতো মেগাস্টার আর দ্বিতীয় অসেনি। সেই ঐতিহাসিক চরিত্র নিয়ে এবার ‘বিনোদিনী’ একটি নটীর উপাখ্যান, ছবি পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukherjee)।ছবির নামভূমিকায় রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ভ্যালেন্টাইন দিবসে শুটিং শুরুর কথা থাকলেও আজ থেকেই শুরু হয়ে গেল ছবির কাজ। নিজের নতুন লুকের ছবি শেয়ার করে সেকথা জানালেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র।
দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেবের নিবেদনে তৈরি হবে ‘বিনোদিনী’ (Binodini) ছবিটি। । প্রযোজনায় প্রতীক চক্রবর্তী।রামকমলের ভাবনা ও পরিচালনার সঙ্গে তাল মিলিয়ে স্ক্রিনপ্লে লিখছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ছবির সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার। তন্ময় চক্রবর্তী শিল্প নির্দেশনায়। পোশাকে শুচিস্মিতা দাশগুপ্ত। আরও চমক, এই প্রথম বাংলা ছবির সংগীত পরিচালনায় সৌম্যজিৎ-সৌরেন্দ্র জুটি এবং গান লিখছেন রামকমল নিজেই।
View this post on Instagram
রুক্মিণী বিনোদিনী হলে, গিরীশ ঘোষ কে? আগেই জানা গিয়েছিল, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিংবদন্তী নাট্যকারের চরিত্রে। এখানেই শেষ নয়। ছবিতে রয়েছে বলিউডি চমকও। বিনোদিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। রাঙাবাবু চরিত্র নিয়ে উচ্ছ্বসিত তিনি। ব্যবসায়ী গুরমুখ রাই বাংলা থিয়েটার জগতের অন্যতম উল্লেখযোগ্য এই অভিনেত্রীর নামে বানিয়ে দিয়েছিলেন এক থিয়েটার। উত্তর কলকাতার ওই থিয়েটারে আজও মানুষ ভিড় করে, ছবি দেখে। ছবিতে থাকছে সেই গুরমুখ রাইয়ের প্রসঙ্গও। অভিনয় করছেন মীর আফসার আলি। অন্যদিকে এই ছবির মধ্যে দিয়েই অভিনয় জগতে বড় ব্রেক মিলেছে অভিনেতা ওম সাহানির। বিনোদিনীর প্রেমিক কুমার বাহাদুরের চরিত্রে দেখা যাবে তাঁকে।