প্রযুক্তির ভারে নতমস্তক মানবসমাজ। আর সেই প্রযুক্তির পালে হাওয়া দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (Artificial Intelligence)। আমাদের দৈনন্দিন জীবনে প্যারাসাইটের মত প্রবেশ করছে এআই (AI)। অদূর ভবিষ্যতে আরও ভয়ানক চেহারা নিতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স। এআই-এর ব্যবহারে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে সাইবার ক্রাইমের (Cyber Crime) ঝুঁকি। বাড়ছে ডিপফেকের প্রবণতা। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দায়িত্ব দেওয়া হল অভিনেত্রী রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) উপর। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী। সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন নিরাপত্তা প্রচারের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা চালাবেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন রশ্মিকা। সেখানেই তিনি জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেঁছে নিয়েছে। ভিডিয়ো বার্তার মাধ্যমে অভিনেত্রীর অনুরোধ, 'আসুন আমরা নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ সাইবারস্পেস তৈরি করতে একত্রিত হই। প্রত্যেকের মধ্যে সাইবার সচেতনতা গড়তে চাই আমি। চাই যতটা সম্ভব আমাদের মধ্যে থেকে সাইবার অপরাধ কমে যাক। আরি সেই দায়িত্ব পালনের জন্যেই I4C আমায় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে বসিয়েছে'।
ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন রশ্মিকা মন্দনা...
View this post on Instagram
কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। আর এই ঘটনার পরেই সাইরার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান রশ্মিকা। নিজের লড়াইয়ে কেন্দ্র সরকারকে পাশে পান বলেও এদিনের ভিডিয়ো বার্তায় জানান তিনি। I4C-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে দেশকে সাইবার ক্রাইমমুক্ত করার উদ্যোগ নিয়ে রশ্মিকা জানান, 'সাইবার প্রতারকেরা বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন উপায়ের দ্বারা নিশানা করে। তাই আমাদের কেবল নিজেদের সতর্ক থাকলে হবে না, বাকিদেরও সতর্ক করতে হবে। I4C-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আমি আপনাদের প্রত্যেককে সব সময়ে সতর্ক করব'।