দ্বিতিপ্রিয়া রায় (Photo credit: Instagram)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: 'রাণী রাসমণি' (Rani Rasmani) দ্বিতিপ্রিয়া রায় (Dwitipriya Roy) কী ফের এবার অভিনয় করতে চলেছেন মা দুর্গার (Maa Durga) ভূমিকায়? জল্পনা বাড়িয়ে তুলেছেন অভিনেত্রী নিজেই। নিজের ইন্সটাগ্রাম (Instagram) হ্যান্ডেলে 'মা দুর্গা'র সাজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। শুক্রবার সকালেই এই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে দ্বিতিপ্রিয়ার ফ্যান মহলে। 'মা দুর্গা'র সাজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে দ্বিতিপ্রিয়া লিখেছেন-"কখনও সে শক্তি। আবার কখনও সেই ভক্তি...মা আসছে।" অভিনেত্রীর পোস্ট করা এই ছবি আর তার সঙ্গে এই ক্যাপশনেই এবারের মহালয়ায় অভিনেত্রীকে 'মা দুর্গা' রূপে দেখা যাবে কী না, তা নিয়ে হৃদস্পন্দন বাড়ছে দ্বিতিপ্রিয়ার অনুরাগীদের।

ফ্যানেদের কথা মাথায় রেখে উত্তেজনা আর না বাড়িয়ে রহস্যের সমাধান সূত্র দিয়েছেন দাপুটে কিশোরী অভিনেত্রী নিজেই। 'লেটেস্টলি' (Latestly) বাংলার কাছে অকপটে অনুগামী হৃদয়ে উঁকি দেওয়া প্রশ্নের নিরসন করলেন তিনি। জানিয়েছেন, এই বছরও তিনি 'মা দুর্গা'র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় একটি বাংলা বিনোদন চ্যানেলের (Entertainment Channel) মহালয়ায় (Mahalaya)। কিছু দিন আগেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিং। তবে এই ছবি মহালয়ার শ্যুটের নয়। এই ছবি তার 'টেলি একাডেমি অ্যাওয়ার্ডস' (Tele Academy Awards)-এর । 'লেটেস্টলি' বাংলাকে দ্বিতিপ্রিয়া বলেন, "এ বছরও আমি দুর্গার ভূমিকায় অভিনয় করেছি। তবে ওই ছবি মহালয়ার শ্যুটের নয়। এই ছবি 'টেলি একাডেমি অ্যাওয়ার্ডস'-এর। আমি এক সপ্তাহের মধ্যেই মহালয়ার শ্যুটের ছবি পোস্ট করব।" আরও পড়ুন- Wig for Cancer Patient:ক্যানসার রোগীদের বাঁচাতে একঢাল চুল কেটে নেড়া হল ছোট্ট তিতির

চলতি মাসের ২৮ তারিখ মহালয়া। গত বৃহস্পতিবারই মহালয়ায় দ্বিতিপ্রিয়ার 'মা দুর্গা'র ভূমিকায় অভিনয় করা একটি ছবি পোস্ট করা হয়েছে জনপ্রিয় ওই বাংলা বিনোদন চ্যানেলের একটি ফেসবুক পেজে (Facebook Page)। ছবির ক্যাপশন-" দুর্গা দুর্গতিনাশিনী..... #DitipriyaRoy #Mahalaya2k19 #DebiBoron"