Randeep Hooda: ৬০টি বাঁদরকে নৃশংস হত্যা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গর্জে উঠলেন রণদীপ হুডা
প্রতিবাদ রণদীপ হুডার

মুম্বই, ৩০ জুলাই: বিষ প্রয়োগ করে হত্যা করা হল ৬০টি বাঁদরকে (Monkey)।  প্রথমে বিষ প্রয়োগ করে ওই ৬০টি বাঁদরকে খুন করা হয়, তারপর হাত, পা, মুখ বেধে নৃশংশভাবে তাদের ফেলে রাখা হয় রাস্তার উপর। কর্ণাটক থেকে এমনই একটি ছবি উঠে আসে সম্প্রতি। যার জেরে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার সরব হলেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণদীপ হুডা ওই নৃশংস খুনের ভিডিয়ো শেয়ার করে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) দৃষ্টি আকর্ষণ করেন। বাসবরাজ যাতে বিষয়টি খতেয় দেখেন এবং অপরাধীদের যোগ্য শাস্তির ব্যবস্থা করেন, সেই অনুরোধ জানান রণদীপ হুডা।

 

কর্ণাটকের হাসান জেলায় ৬০টি বাঁদরকে যেভাবে বিষয় প্রয়োগ করে নৃশংস হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে গর্জে ওঠেন বলিউড অভিনেতা।