Ranbir Kapoor: বাড়ির সীমানায় ঢুকবেন না, পাপারাৎজিকে সাবধান করলেন রণবীর
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩০ এপ্রিল: হৃষি কাপুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুজোর আয়োজন করেন নীতু কাপুর। তবে একেবারে নিজেদের সন্তানদের নিয়ে ঘরোয়াভাবেই পুজোর আয়োজন করেন নীতু। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার মায়ের কাছে হাজির হন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আলিয়াকে (Alia Bhatt) সঙ্গে নিয়েই বাড়িতে হাজির হন রণবীর কাপুর।

আলিয়াকে নিয়ে গাড়ি থেকে নামতে গিয়ে পাপারাৎজিকে সাবধান করেন রণবীর কাপুর। কেউ যেন বাড়ির মধ্যে প্রবেশ না করেন, সে বিষয়ে সবাইকে সাবধান করেন রণবীর। অন্যদিকে গাড়ি থেকে নেমে কারও সঙ্গে কথা না বলে বাড়ির মধ্যে ঢুকে যান আলিয়া কাপুর। মুখে মাস্ক এঁটে, ক্যামেরার দিক না তাকিয়েই সোজা বাড়ির মধ্যে ঢুকে যান আলিয়া।

আরও পড়ুন: Kangana Ranaut: করোনা পরিস্থিতিতে ভারতের ছবি দেখিয়ে ভাবমূর্তি নষ্ট করবেন না, ফুঁসলেন কঙ্গনা

প্রসঙ্গত করোনা(Corona) মুক্ত হয়ে রণবীর, আলিয়া মালদ্বীপে (Maldives) উড়ে যান। রণবীর, আলিয়ার সেই ছবি প্রকাশ্যে আসতেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ থাবা বসাতে শুরু করেছে, সেই সময় রণবীর, আলিয়া কীভাবে বেড়াতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বিষয়টি নিয়ে জোরদার সমালোচনাও শুরু হয়ে যায়।