মুম্বই, ৩০ এপ্রিল: ভারতে করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের জেরে মৃত্যু মিছিল অব্যাহত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে যেমন লড়াই করছে ইংল্যান্ড, তেমনি ভারতও (India) লড়ছে। ভারত যখন মারণ ভাইরাসের (Virus) সঙ্গে লড়াই করে, মানুষের প্রাণ বাঁচাতে ব্যস্ত, সেই সময় দেশের ভাবমূর্তি নষ্ট করতে ব্যস্ত একদল মানুষ। এবার এভাবেই ফুঁসে উঠলেন কঙ্গনা রানাউত।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা (Kangana Ranaut) একটি ভিডিয়ো (Video) শেয়ার করেন। যেখানে ভারতকে জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই বিদেশের। বিদেশের মানুষ কি ভারতকে শেখাবেন কীভাবে চলতে হয়, কীভাবে স্বাস্থ্য পরিষেবা তৈরি করতে হয়। ভারত নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। তাই অন্তর্জাতিক স্তরে এসব নিয়ে কারও জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই বলে দাবি করেন কঙ্গনা।
আরও পড়ুন: COVID 19: আইসিইউতে গান, করোনা আক্রান্তের মনের জোর বাড়াতে অন্য ভূমিকায় নার্স
করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে আমেরিকার কী অবস্থা হয়, ইতালি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তা সবাই দেখেছেন। ভারতে যখন করোনার থাবা করাল হচ্ছে, সেই সময় দেশের কিছু মানুষই এখানকার নেতা, মন্ত্রীদের মান সম্মানকে ছোট করে উপস্থাপন করছেন অন্তর্জাতিক স্তরে। এমন ভাব করছেন যেন কেউ কিছু জানেন না, বোঝেন না। তাই এসব বন্ধ করুন। ভারতকে আন্তর্জাতিক স্তরে ছোট করা বন্ধ করুন বলে রাগে ফুঁসে ওঠেন অভিনেত্রী (Actor)।
আরও পড়ুন: Anashua Majumdar: করোনার কবলে প্রবীণ অভিনেত্রী, অসুস্থ অনসূয়া মজুমদার
দেখুন...
Please watch warning to all those who are going to their foreign daddies to cry about India.... your time is up .. pic.twitter.com/pW1lwzip8R
— Kangana Ranaut (@KanganaTeam) April 30, 2021
কঙ্গনার ওই স্টেটাস দেখে তাঁকে পালটা কটাক্ষ করেন নেট জনতার একাংশ। দেশের কী পরিস্থিতি,তা কি কঙ্গনা দেখতে পারছেন না! দেশের এই দুঃসময়ে কঙ্গনা কীভাবে রাজনীতি করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, নিজের ভাবমূর্তির যদি এতই চিন্তা থাকে, তাহলে আগে থেকে ব্যবস্থা নিলেই পারতেন। দেশের এই হাল কেন হতে দিলেন বলেও প্রশ্ন তোলা হয়।