কলকাতা, ১৪ অগাস্ট: তৃণমূলের তারকা বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chajrabarty)-র সিনেমা 'ধর্মযুদ্ধ'-কে বয়কটের ডাক দিয়েছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। অভিযোগ, রাজের এই সিনেমায় হিন্দুবিরোধী। ভগবত গীতার শ্লোক পড়ে মানুষের গলা কাটাও দেখানো হয়েছে বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি। সেই পোস্টের স্ক্রিনশট তুলে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন রাজ।
বারাকপুর বিধায়ক তথা বিখ্যাত পরিচালক রাজ বললেন, 'ধর্মযুদ্ধ'-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল? আরও পড়ুন-আমিরকে হতাশ করছে বক্স অফিস, দ্বিতীয় দিনেও গোত্তা খেল 'লাল সিং চাড্ডা'-র ব্যবসা
দেখুন টুইট
'ধর্মযুদ্ধ'-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল? pic.twitter.com/Oa0fkVg98l
— Raj chakrabarty (@iamrajchoco) August 14, 2022
চলচ্চিত্র সমালোচকদের কাছে ভাল নম্বর পেলেও বক্স অফিসে তেমন সাফল্য পাচ্ছে না রাজের ধর্মযুদ্ধ। এর মাঝে ছবির বয়কটের কথা শুনে গর্জে উঠলেন রাজ। আমির খানের লাল সিং চাড্ডা হিন্দুত্ববাদীর একাংশের বয়কটের মুখে পড়ে বক্স অফিসে প্রত্যাশিত ফল পাচ্ছে না।