মুম্বই, ৭ অক্টোবর: সবে সবে 'ব্যাডস অফ বলিউড' মুক্তি পেয়েছে। যেখানে লক্ষ লালওয়ানি, সাহির বম্বা, মোনা সিং, ববি দেওল, গৌতমী কাপুরদের সঙ্গে দেখা যায় রাঘব জুয়েলকে (Raghav Juyal)। আরিয়ান খানের ছবি ব্যাডস অফ বলিউড মুক্তি পাওয়ার পর রাঘব জুয়েলের অভিনয় প্রশংসিত হচ্ছে। তার মাঝেই এবার রণবীর এলাহাবাদিয়ার একটি সাক্ষাৎকারে রাঘব জুয়েল মুখ খুললেন সলমন খানকে নিয়ে।
রাঘব আরও জানান, সলমন খানের বাগান বাড়িতে যেমন সারা রাত ধরে পার্টি চলে, তেমনি তিনি ভোর ৩টের সময় তাঁকে নিয়ে গিয়েছিলেন ঘোড়ার আস্তাবলে। ঘোড়া কীভাবে সঙ্গম করে, তা দেখার জন্য রাঘবকে বাগান বাড়ির আস্তাবলে সলমন নিয়ে গিয়েছিলেন বলে জানান বলিউডের এই তরুণ অভিনেতা।
আরও পড়ুন: Deepika Padukone-Ranveer Singh: আবু ধাবিতে চলে গেলেন দীপিকা-রণবীর? ভিডিয়ো নিয়ে তোলপাড়
সলমন খানের সঙ্গে রাঘব জুয়েল...
View this post on Instagram
পাশাপাশি সলমন খানের বাগান বাড়িতে যে পার্টি চলে, তাকে 'ভয়ঙ্কর পার্টির' তকমাও দেন রাঘব জুয়েল।