Emotional Farewell to Zubeen Garg. (Photo Credits:X)

Zubeen Garg's Body Postmortem:  সিঙ্গাপুরের পর এবার অসমে হবে প্রয়াত গায়ক জুবিন গর্গের দেহের ময়নাতদন্ত। মৃত্য়ু নিয়ে রহস্য বাড়তেই অসম সরকারে এই সিদ্ধান্ত। অসম সরকার সিআইডি তদন্ত করলেও, উঠছে সিবিআই তদন্তের দাবিও। গত শুক্রবার সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মারা যান বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। প্রথমে বলা হয়েছিল সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং, স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান ৫২ বছরের অসমের তারকা গায়ক জুবিন। কিন্তু সময় যত গিয়েছে জুবিনের মৃত্যুর কারণ নিয়ে ক্রমশ ধোঁয়াশা ও রহস্য তৈরি হয়েছে। সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর তাঁর দেহ অসমে নিয়ে আসা হয়। গতকাল, রবিবার গুয়াহাটিতে অসমকে শেষ শ্রদ্ধা জাানতে ১৫ লক্ষের কাছাকাছি মানুষ হাজির হন। জুবিনকে নিয়ে অসম ও উত্তর পূর্ব ভারতের মানুষের আবেগ আর শোকের বিস্ফোরণ দেখে চমকে গিয়েছে দেশ। এরই মধ্য়ে জুবিন মৃত্য়ু রহস্য নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা  জানালেন, মানুষের একাংশের দাবি মেনে আরও একবার জুবিনের দেহের ময়নাতদন্ত করা হবে। মঙ্গলবার সকালে গুয়াহাটির এক হাসপাতালে জুবিনের দেহের ময়নাতদন্ত হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জুবিনের শেষকৃত্যের জন্য গুয়াহাটির সব স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। অসম জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক।

জুবিনের মৃত্য়ু নিয়ে কী কী প্রশ্ন উঠছে

জুবিনের রহস্যমৃত্য়ু নিয়ে কী কী প্রশ্ন উঠছে সেগুলি একবার দেখে নেওয়া যাক-১) মৃগীরোগ রোগী হিসেবে স্কুবা ডাইভিং-এ যাওয়া কতটা নিরাপদ ছিল, ২) দুর্ঘটনার সময় জুবিনের সঙ্গে কারা ছিলেন এবং কীভাবে ঘটনা ঘটল, ৩) হাসপাতালে পৌঁছানোর আগে বা পরে কোনো গাফলতি ছিল কি, এটি সত্যিই দুর্ঘটনা, না কোনো ষড়যন্ত্রের ফল, ৪) জুবিনের ম্যানেজার সিদ্ধার্থের ভূমিকা কী, ৫) সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে, ৬) ময়নাতদন্ত বা পোস্টমর্টেম রিপোর্টে কী বলা হয়েছে এবং তা কতটা নির্ভরযোগ্য, ৭) জুবিনের পরিবারকে কতটা তথ্য দেওয়া হয়েছে এবং তদন্তে তাঁদের অংশগ্রহণ কতটা ছিল।

দেখুন খবরটি

উঠছে সিবিআই তদন্তের দাবিও

জুবিনের রহস্যমৃত্য়ু নিয়ে তদন্ত করছে অসমের সিআইডি। কিন্তু স্থানীয় মানুষরা অনেকেই তাদের প্রিয় গায়কের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করছেন। জুবিনের মৃত্যুতে তাঁর ম্যানেজার সিদ্ধার্থের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অসুস্থ জ়ুবিনকে কেন একা হাতে হাসপাতালে নিয়ে গেলেন তাঁর আপ্ত সহায়ক সিদ্ধার্থ? জুবিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর ভাই সন্দীপনকেও সঙ্গে নেননি সিদ্ধার্থ। কেন সিদ্ধার্থ সন্দীপনকে ছাড়াই জুবিনকে হাসপাতালে নিয়ে যান? প্রশ্ন তুলছেন অনেকে।