হিজাব হেডস্কার্ফ এবং শালীন পোশাক পরা মহিলাদের জন্য ইরানের কঠোর নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৩ সেপ্টেম্বর তাঁর ভাই এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে তেহরান মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার হন মাহসা আমিনি(Mahsa Amini)। কারাগার কর্তৃপক্ষ জানায় মাহসা তিন দিন কোমায় ছিলেন, তারপরে “প্রাকৃতিক কারণে” মারা যান। কিন্তু তাঁর সহ কর্মীদের মতে, তাঁর মৃত্যুর কারণ ছিল মাথায় মারাত্মক আঘাত।ঘটনার পর মাহসার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে গত দুই সপ্তাহে হাজার হাজার ইরানি মহিলা রাস্তায় নেমেছেন। এবার ইরানে (Iran) চলমান অশান্তির মধ্যে মাহসা আমিনির (Mahsa Amini) মৃত্যুর প্রতিবাদ করা ইরানি মহিলাদের সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “ইরান এবং সারা বিশ্বের মহিলারা ঘুরে দাঁড়িয়ে আছেন এবং তাঁদের কণ্ঠস্বর তুলছেন। প্রকাশ্যে তাঁদের চুল কেটে ফেলছেন এবং মাহসা আমিনির জন্য আরও অনেক ধরণের প্রতিবাদ করছেন। ‘অন্যায়ভাবে’ হিজাব পরার কারণে ইরানের নীতিপুলিশ তাঁর তরুণ জীবন কেড়ে নিয়েছে এত নৃশংসভাবে। যে কন্ঠগুলি যুগ যুগ ধরে জোরপূর্বক নীরবতার পরে কথা বলে, তা ঠিকই একদিন একটি আগ্নেয়গিরির মতো ফেটে যাবে! এবং সেগুলি হবে না এবং কান্ড করা উচিৎ নয়।”
View this post on Instagram