Priyanka Chopra: ব্রিটেনের রাজপুত্র, রাজবধূর সঙ্গে বসে উইম্বলডন দেখলেন প্রিয়াঙ্কা
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১০ জুলাই: প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের সঙ্গে বসে উইম্বলডন (Wimbledon 2021 ) দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটেনের রাজপুত্র এবং রাজবধূর সঙ্গে বসে খেলা দেখলেন বলিউড (Bollywood) অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রিন্স উইলিয়াম (Prince William) এবং কেট মিডলটনের ( Kate Middleton) ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

এর আগেও প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) ব্রিটেনের রাজ পরিবারের বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে। প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের বিয়ের সময় হাজির হন প্রিয়াঙ্কা। মেগানের বন্ধু হিসেবের 'ব্রাইডসমেড' হিসেবে রাজবাড়ির বিয়েতে হাজির হন পিগি।

আরও পড়ুন: Sangeeta Bijlani: সলমনকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বান্ধবী সঙ্গীতা

২০১৮ সালে মার্কিন পপ গায়ক নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে বিয়ের পর থেকেই আমেরিকার বাসিন্দা হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। বিয়ের পর পরিচালক সোনালী বোসের সিনেমা 'হোয়াইট টাইগারের' শ্যুটিং এবং প্রমোশনের জন্য ভারতে আসেন পিগি। ওই সময় বেশ কিছুদিন মুম্বইতে কাটানোর পর ফের নিজের ক্যালিফার্নিয়ার বাড়িতে উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া।