Raju Srivastav, PM Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ অগাস্ট:  রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) কেমন আছেন, সেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তরে সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রাজু শ্রীবাস্তবের চিকিৎসায় যা যা প্রয়োজন, সব ব্য়বস্থা করা হবে বলেও আশ্বাস দেন মোদী (Narendra Modi)। সূত্রের তরফে মিলছে এমন খবর।

এই মুহূর্তে ভেন্টিলেটরে রয়েছেন রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এখনও হয়নি বলে জানা যাচ্ছে। ফলে এমসের চিকিৎসকদের নজরদারিতে এই মুহূর্তে অভিনেতা, কৌতুক শিল্পী রয়েছেন। গত ৪৬ ঘণ্টা ধরে রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফেরেনি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: Anubrata Mandal: নিজাম প্যালেসে মুড়ি, বিস্কুট খেয়ে ক্যাম্প খাটে ঘুম অনুব্রত মণ্ডলের

বুধবার দিল্লিতে শরীর চর্চার সময় রাজু শ্রীবাস্তব আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির এমসে ভর্তি করা হয়। এমসে প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় রাজু শ্রীবাস্তবের। এরপরও চিকিৎসায় সাড়া না দেওয়ায় কৌতুক শিল্পীকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।