Pawan Kalyan (Photo Credit: Twitter)

হায়দরাবাদ, ৫ জুলাই: ফের সংসার ভাঙছে তেলুগু তারকা পবন কল্যাণের। এবার তিন নম্বর বিয়ে ভাঙছে তেলুগু তারকার। রিপোর্টে মিলছে এমন খবর। জানা যাচ্ছে, পবন কল্যাণের সঙ্গে বিচ্ছেদের পথে তাঁর তৃতীয় স্ত্রী আনা লেজনেভা। পবন কল্যাণের বাড়ি ছেড়ে আনা ইতিমধ্যেই রাশিয়ায় পাড়ি দিয়েছেন বলে খবর।  সন্তানদের নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন আনা।  তবে তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও, পবন কল্যাণ সন্তানদের প্রতি দায়িত্বপালনে বদ্ধপরিকর। ফলে ভিডিয়ো কলের  মাধ্যমে পবন কল্যাণ তাঁর সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখছেন ক্রমাগত।

১৯৯৭ সালে পবন কল্যাণ বিয়ে করেন নন্দিনীকে। নন্দিনীর সঙ্গে সংসার করাকালীন পবন কল্যাণ সহ-শিল্পী রেণু দেশাইয়ের সঙ্গে একত্রবাস শুরু করেন।  ফলে নন্দিনীর সঙ্গে সংসার ভেঙে যায়।  পবন কল্যাণ, নন্দিনীর বিচ্ছেদের পর রেণু দেশাইকে বিয়ে করেন তিনি।  রেণু দেশাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর রাশিয়ার বাসিন্দা আনা লেজনেভাকে বিয়ে করেন পবন কল্যাণ। ২০১৩ সালে আনাকে বিয়ে করেন পবন কল্যাণ।  তাঁদের দুই সন্তানও রয়েছে।