অসুরের ভূমিকায় জিৎ (Photo Credits: Twitter)

কলকাতা, ৩ সেপ্টেম্বর: Jeet On Pavel' s next film: দুর্গা- অসুর বধ নয়। এবার দুর্গার আরাধনা করতে দেখা যাবে অসুরকে। না এটা কোনো পৌরাণিক ইতিহাস নয়। নিছকই গল্প। তাও আবার প্রেমের গল্প। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরী ছবি 'অসুর' (Asur)। এই অসুরের নাম কিগান মান্ডি।

দুর্গাপুজোর পর আসতে চলেছে পরিচালক পাভেল (Pavel) পরিচালিত ছবি 'অসুর'। এই ছবির মূখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা জিৎ (Jeet)। বাণিজ্যিক ছবি থেকে সরে এবার তাঁকে দেখা যাবে অন্যরকম ভূমিকায়। পাভেল সর্বপ্রথম এই ছবির প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। পোস্টারে বডি বিল্ডার হিরোটিকে চিনতে প্রথমে বেশ বেগ পেতে হয়েছিল। বড় বড় চুল, সিক্স প্যাক, মুখের এক্সপ্রেশনে বেশ অন্য ঝলকে দেখা যায় জিৎকে। আরও পড়ুন, Mumbai Metro: অমিতাভ বচ্চন-এর ইউ টার্ন, কংগ্রেস জমানায় যার বিরোধিতা করেছিলেন বিজেপি-র সময়ে সেটারই বিজ্ঞাপনে বিগ বি

 

পাভেলের এই ছবিতে জিৎ ছাড়াও রয়েছে নুসরত জাহান (Nusrat Jahan) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বিয়ের পর নুসরতের এই ছবিটি প্রথম মুক্তি পেতে চলেছে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে পাভেল জানিয়েছেন, 'অসুরকে আমরা যেভাবে দেখি এই ছবিতে দর্শকদের অসুর সম্পর্কে ভাবনাটাই বদলে যাবে। অসুর মানেই অশুভ নয়। এখানে অসুর মানে অসীম শক্তিধর। তিন বন্ধুর গল্প, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবি। এখানে নুসরতের চরিত্রের নাম অদিতি, জিৎ এর চরিত্রের নাম কিগান মান্ডি, আর আবিরের চরিত্রের নাম বোধিসত্ত্ব। এই ছবিটি একজন শিল্পীর জীবনের ওপর ভিত্তি করে তৈরী হয়েছে। ছবিটির মাধ্যমে আমি খ্যাতনামা ভাস্কর রামকিঙ্কর বেইজ-কে শ্রদ্ধা জানাতে চলেছি।'

প্রসঙ্গত, 'বাবার নাম গান্ধীজি' ও 'রসগোল্লা' -র পর এটি তাঁর পরিচালনায় তৃতীয় ছবি। রসগোল্লা ছবিটি তাঁর জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। দর্শককে মুগ্ধ করেছিল এই ছবিটি। এবার 'অসুর' ছবিটি নিয়ে অনেক আশা দানা বাঁধছে দর্শকের মনে।