মুম্বই, ১ সেপ্টেম্বর: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-র ইউ টার্ন। ৯ বছর আগে মহারাষ্ট্রের কংগ্রেস-এনসিপি সরকার যখন ক্ষমতায় এসে মুম্বই মেট্রো চালু করার পরিকল্পনা করে রুট ঘোষণা করছে, তখন তার চরম বিরোধিতা করেছিলেন বিগ বি। ২০১০ সাল থেকে ২০১৯। মাঝে আরব সাগরের তীর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। অমিতাভ এখন সেই মুম্বই মেট্রোর হয়ে বিজ্ঞাপন করছেন। মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফদনবিশ (Devendra Fadnavis) মুম্বই মেট্রোকে নিয়ে একটি ভিডিও রিলিজ করেন।
'মুম্বই ইন মিনিটস' (Mumbai In Minutes) নামের সেই ভিডিওতে বিগ বি ছোট্ট করে গুছিয়ে বোঝালেন, কীভাবে মুম্বই মেট্রো শহরের মানুষের সময় বাঁচিয়ে যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ যোগদান করছে। মুম্বই মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে। একবার কাজ সম্পূর্ণ হলে দেশের বানিজ্যিক রাজধানীর শহরের নিত্যযাত্রা বেশ সহজ হয়ে যাবে বলে ভিডিওটি-তে দেখানো হয়েছে। দেখুন ছোট্ট সেই ভিডিওটি
मुंबई काही मिनिटात...
Mumbai in minutes...#MumbaiMetrohttps://t.co/8i80TJyzCX pic.twitter.com/EeSTVhLN6e
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 1, 2019
২০১০ সালে মহারাষ্ট্রে তখন কংগ্রেস-এনসিপি সরকার। মুম্বইয়ে প্রস্তাবিত মেট্রো পথ অমিতাভ বচ্চনের বাঙলো 'প্রতীক্ষা' ('Prateeksha') -র ঠিক পাশ দিয়েই ছুটে যাওয়ার কথা ছিল। পরিবারের গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কায় গর্জে উঠেছিলেন বিগ বি। সরাসরি মুম্বইয়ে মেট্রো প্রকল্পের বিরোধিতা করে অমিতাভ তাঁর ব্লগে লিখেছিলেন, '' অবশেষে মেট্রো হচ্ছে আমাদের শহরে। এতে নিত্যযাত্রীরা খুশি হচ্ছেন। এবার মাটির তলা দিয়ে ফুঁড়ে মেট্রো চলবে। কোনও কোনওটা আবার উপর দিয়ে চলবে। তবে এতে ভিড়ে ঠাসা মুম্বইয়ের আদপে অসুবিধা হবে। ট্যাক্সি চালক, অটো চালক, তিন চাকার গাড়ি চালানো মানুষদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আর এই ঘাতকটা, আমার বাড়ি প্রতীক্ষাকে পিষে দিয়ে চলে যাবে!!! আরও পড়ুন- ভারতীয় রেলের 'মেকওভার'-এ সাতটি প্রোডাকশন ইউনিটের বেসরকারীকরণ, ট্র্যাকে প্রাইভেট প্য়াসেঞ্জার ট্রেন!
অমিতাভ পরে মুম্বই মেট্রো-র বিরোধিতা সুর চড়িয়ে বলেছিলেন, মেট্রোগুলো একেবারে আমার আমার বাড়ির প্রতীক্ষা-র পাশ দিয়ে যাবে। আমার প্রাইভেসি বলে কিছু থাকবে না।'' প্রসঙ্গত, আন্ধেরী থেকে মানখুর্দ-এ যাওয়ার রুটের মেট্রোতে অমিতাভের বাড়ির প্রতীক্ষা পড়বে। এনএস ১০-এর ঠিক পাশে বিগ বি-র বাড়ির পাশ দিয়েই চলবে মেট্রো।
অমিতাভের এক সময়ের বন্ধু অমর সিং বিগ বি-র বিরোধিতা করে বলেছিলেন, '' লতা মঙ্গেসকরের বাড়ির একেবারে পাশ দিয়ে যখন উড়ালপুলের কাজ হয়েছিল, তখন তিনি তাতে বাধা দেননি। যদিও তাতে লতার প্রাইভেসি নষ্ট হয়েছিল।''
২০১৬ সালে মুম্বই মেট্রোপলিটন উন্নয়ন পর্ষধ (MMRDA)-অমিতাভের বাড়ির কথা মাথায় রেখে মুম্বই মেট্রোর রুটে পরিবর্তন করে। অমিতাভের বাড়ির কথা মাথায় রেখে, মেট্রো লাইন ঘুরে যায়, এনএস রোড নম্বর ১০-এর থেকে গুলমোহর রোড দিয়ে চলবে মেট্রো। আর এতে খুশি হয়েই একেবারে বিজ্ঞাপনে বিগ বি। সব ক্ষোভ চাপা পড়ে মুম্বই মেট্রোর মুখ অমিতাভ।
২০১৪ সালে মুম্বইয়ে মেট্রো পরিষেবা শুরু হয়। প্রথম পর্যায়ে ১২ কিলোমিটার পথে চলে মুম্বই মেট্রো। ভারসোভা-আন্ধেরী-ঘাটকোপারের মধ্যে চলে মেট্রো। তবে এবার গোটা মুম্বইতেই মেট্রো পরিষেবার মধ্যে আনার কাজ চলবে। যেভাবে দিল্লি পুরোপুরি মেট্রো নির্ভর হয়ে পড়েছে, তেমন মডেলেই বিশ্বের অন্যতম জনবহুল ও ব্যস্ত মহানগরী মুম্বইকেও মেট্রো দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।