shivkumar sharma

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত সন্তুর বাদক শিবকুমার শর্মা (Pandit Shivkumar Sharma passes away)। এদিন মুম্বইয়ের বাসভবনেই পণ্ডিত শিবকুমার শর্মার জীবনাবসান হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা ও পুত্র রাহুল শর্মাকে। সংগীত নাটক অ্যাকাডেমি থেকে শুরু করে বহু খ্যাতনামা পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। পেয়েছেন পদ্মবিভূষণ। মার্কিন মুলুকের সম্মানীয় নাগরিকত্ব।

পড়ুন টুইট

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম শিবকুমারের। তাঁর বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে, পুত্রকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক হিসেবে গড়ে তুলবেন। ১৩ বছর বয়স থেকে সন্তুরে তালিম নিতে শুরু করেন শিবকুমার শর্মা। পরে মুম্বইতে চলে আসেন তিনি। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিন্দি ছবির সুরকারের দায়িত্ব নিয়েছেন। সেসব ছবির অন্যতম “সিলসিলা।”