Photo Credit-Twitter

পাঁচ বছর পর আবার টিভির পর্দায় আসছে নাচের রিয়ালিটি শো 'ঝলক দিখলা জা'। ইতিমধ্যেই করণ জোহার এবং মাধুরী দীক্ষিত ঝলক দিখলা জার ১০ নং সিজনে বিচারকের আসনে থাকার সম্মতি জানিয়েছে। কিন্তু তৃতীয় বিচারক কে হবেন তা এখন চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য বিচারক হিসাবে নাম উঠে আসছে নোরা ফাতেহি-র। শোনা যাচ্ছে  মাধুরীর জায়গায় কাজল ছিলেন শোয়ের নির্মাতাদের প্রথম পছন্দ , তবে ব্যক্তিগত কারণে কাজল অফারটি ছেড়ে দেওয়ায় মাধুরী কে সেই জায়গায় বিচারকের অফার দেওয়া হয়।

Nora Fatehi to join Karan Johar and Madhuri Dixit to judge 'Jhalak Dikhhla Jaa 10'?- Exclusive#norafatehi #JhalakDikhhlaJaa10 #KaranJohar https://t.co/CG1A9vUb6b

— ETimes TV (@ETimesTV) July 6, 2022

২০১৭ সালে জানুয়ারী মাসে শেষবারের মত টিভির পর্দায় এসেছিল ঝলক দিখলা জা  সিজন ৯। সেই সিজনে বিচারকের আসনে ছিলেন জ্যাকলিন ফার্ণান্দেজ, করণ জোহার, ফারাহ খান এবং গণেশ হেগড়ে।  পাঁচ বছর বাদে ২০২২ এর সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হতে পারে ঝলক দিখলা জা সিজন ১০। তবে তৃতীয় বিচারক কে হচ্ছেন তা জানার  জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।