Neha Kakkar: কীর্তনের আসরে নেহা, সংসারের হাল ধরতে ছোট থেকেই কাজ গায়িকার, ভাইরাল ছবি
নেহা কক্কর, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৪ মে: হৃষিকেশে একটি ভাড়ার বাড়িতে তাঁর ছোটবেলা কাটে। বাবার টানাটানির সংসারে তিনবেলা পেট ভরাতে অনেক ছোট থেকেই ভাই টনি কক্করের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন নেহা। বলিউডের (Bollywood) 'রিমেক কুইনের' জীবনের লড়াইয়ের খবর বার বার উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।

এবার সেই নেহা কক্করের (Neha Kakkar) আরও একটি ছবি ভাইরাল হল সামাজিক মাধ্যমে। যেখানে ভাই টনি কক্করের সঙ্গে একটি জাগ্রতায় (ঠাকুরের অনুষ্ঠান) কীর্তন করতে দেখা যায় তাঁকে। অনেক ছোট থেকেই নেহা এবং টনি যে জীবনের লড়াইয়ের সঙ্গে নিজেদের যুক্ত করে ফেলেন, তা স্পষ্ট হয়ে যায় ওই ছবি থেকে।

জাগ্রতায় কীর্তন ছোট্ট নেহার, ছবি সংগৃহীত

২০২০ সালে বিয়ের আগে একটি নতুন বাংলো কেনেন নেহা কক্কর। হৃষিকেশের ভাড়ার বাড়ি থেকে কীভাবে লড়াই করে তিনি এই বিলাসবহুল বাংলোর সাধ পূরণ করলেন, নিজের সোশ্যাল স্টেটাসের প্রতি ছত্রে তা তুলে ধরেন। নেহার সেই স্টেটাস দেখে চোখে জল এসে যায় তাঁর ভক্তদের।