মুম্বই, ১২ সেপ্টেম্বর: রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Pdukone) সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে যখন তোলপাড় বলিউড, সেই সময় মুখ খোলেন নীতু কাপুর। দীপিকার সঙ্গে বিচ্ছেদের জন্য যখন রণবীরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে শুরু করে, সেই সময় ছেলের হয়ে মাঠে নামের নীতু। এমনই একটি পুরনো ভিডিয়ো এবার ফের ভাইরাল হতে শুরু করেছে।
যে ভিডিয়োতে নীতু কাপুরকে (Neetu Kapoor) ছেলে রণবীরের হয়ে গলা ফাটাতে শোনা যায়। নীতু কাপুর বলেন, তাঁর ছেলের শত বান্ধবী নেই। তাঁর ছেলের একমাত্র প্রেমিকা ছিলেন দীপিকা। তবে প্রত্যেকের জীবনে সম্পর্ক আসে, সম্পর্ক শেষ হয়। বিচ্ছেদের পর প্রত্যেকে নিজের নিজের জীবনে এগিয়ে যান। তাই তাঁর ছেলেও এগিয়ে গিয়েছেন। রণবীরেরও প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের অধিকার রয়েছে বলে ওই সময় নীতু কাপুরকে বলতে শোনা যায়।
শুনুন ছেলের হয়ে ওই সময় নীতু কাপুর কী বলেন...
View this post on Instagram
দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান। রণবীর এবং ক্য়াটরিনা (Katrina Kaif) একত্রবাসও করেন বহু বছর। শোনা যায়, ক্যাটরিনাকে ছেলের বান্ধবী হিসেবে একেবারেই পছন্দ ছিল না নীতু কাপুর, ঋষি কাপুরের।
ফলে রণবীর এবং ক্যাটরিনা পৃথক ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করেন বলে জানা যায়। বিচ্ছেদের পর রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ সেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যান বলেও জানা যায়।
ক্যাটরিনা সঙ্গে বিচ্ছেদের পর রণবীর আবার আলিয়া ভাটের প্রেমে পড়েন। অয়ন মুখোপাধ্যায়ের ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের সময় রণবীর এবং আলিয়া প্রেম ছিল সর্বজনবিদিত। আলিয়ার সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কের পর এই জুটি বিয়ে সেরে ফেলেন চটপট।
অন্যদিকে দীপিকা পাড়ুকোন বিয়ে করেন রণবীর সিংকে, তেমনি বিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ।