Sunjay Kapur's Fmaily (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ সেপ্টেম্বর: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে জোর তরজা শুরু হয়েছে। সঞ্জয় কাপুরের কোম্পানি সোনা কমস্টারের যে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে, তা একা হড়প করতে চাইছেন প্রিয়া সচদেভ কাপুর। সৎ মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছে করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। সামাইরা এবং কিয়ানের মামলার পর সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও আদালতের দ্বারস্থ হয়েছেন। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর যে সম্পত্তি , তা তাঁর সন্তানদের মধ্যে বিভক্ত হবে বলে জানা যায়। যার মধ্যে রয়েছে সামাইরা কাপুর, কিয়ান রাজ কাপুর, সাফিরা এবং আজারিয়াস কাপুর।

আরও পড়ুন: Karisma Kapoor-Sunjay Kapur: সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি 'হড়পের' চেষ্টা তৃতীয় স্ত্রীর, করিশ্মার সন্তানরা আদালতের দ্বারস্থ হলে ঘটে গেল এই ঘটনা

এই ৪ সন্তানের মধ্যে সামাইরা এবং কিয়ান হল সঞ্জয় এবং কারিশ্মা (Karisma Kapoor) কাপুরের দুই সন্তান।

সাফিরা হল প্রিয়া সচদেভ এবং তাঁর প্রথম স্বামী বিক্রম চাটওয়ালের কন্যা। সঞ্জয় কাপুর যখন প্রিয়া সচদেভকে বিয়ে করেন, সেই সময় সাফিরাকে তিনি দত্তক নেন। ফলে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সাফিরা নিজের পদবী থেকে চাটওয়াল সরিয়ে ফেলে। বর্তমানে সাফিরা নাম নিয়েই ইনস্টাগ্রামে রয়েছে প্রিয়া সচদেভের প্রথম পক্ষে কন্যা।

অন্যদিকে  আজারিয়াস কাপুর হল সঞ্জয় এবং প্রিয়া সচদেভের ছেলে।

সবকিছু মিলিয়ে সঞ্জয় কাপুরের যে সম্পত্তি রয়েছে, তা তাঁর ৪ সন্তানের মধ্যে ভাগ করা হবে বলে মনে করা হয়। তবে তার আগেই সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভ স্বামীর উইল জাল করে, করিশ্মার ২ সন্তান সামাইরা এবং কিয়ানকে সম্পত্তি থেকে বঞ্ছিত করছেন বলে অভিযোগ ওঠে। যাকে সমর্থন করেন সঞ্জয় কাপুরের বোন মন্দিরা কাপুর স্মিথও।

প্রিয়া সচদেভের নাম না করেই প্রিয়ার বিরুদ্ধে তোপ দাগেন মন্দিরা কাপুর। পাশাপাশি তিনি করিশ্মার ২ সন্তানের পাশেও দাঁড়ান।