Munawar Faruqui (Photo Credit: Instagram)

দিল্লি, ২ অক্টোবর: জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) হত্যার পরিকল্পনা ভেস্তে দিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। গ্রেফতার করা হয়েছে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের অনুগামী দুই গুন্ডাকে। দিল্লির ফ্রেন্ডস কলোনীর কাছ থেকে গ্রেফতার করা হয়েছে রাহিল এবং সাহিল নামের দুই গুন্ডাকে।

জানা যায়, রাহিল এবং সাহিলের বাড়ি হরিয়ানার পানিপথ এবং ভিওয়ানিতে। তবে কেন জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে হত্যার পরিলকল্পনা করা হয়, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

কেন মুনাওয়ার ফারুকিকে খুনের ছক কষা হয় 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, জনপ্রিয় কৌতুকশিল্পী  হিন্দু দেবতাদের নিয়ে মশকরা করেন। যা নিয়ে মুনাওয়ার ফারুকিকে নিয়ে রাগ বাড়তে শুরু করে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার নামে গ্যাংস্টারের। এবং সেই রাগ থেকেই মুনাওয়ার ফারুকিকে খুনের পরিকল্পনা করা হয় বলে খবর।

হিন্দুদের দেবতা নিয়ে মজা, মশকরা করার অভিযোগেই মুনাওয়ার ফারুকিকে হত্যার পরিকল্পনা করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: Munawar Faruqui: বাড়ছে ভয়, সলমন-ঘনিষ্ঠ বলেই মুনাওয়ার ফারুকিকে হত্যার পরিকল্পনা? জনপ্রিয় কৌতুকশিল্পীকে খুনের জন্য হাজির হওয়া ২ গুন্ডাকে পাকড়াও করল পুলিশ

পুলিশি জেরায় কী উঠে এসেছে

মুনাওয়ার ফারুকিকে হত্যার পরিকল্পনা পুলিশ ভেস্তে গিয়ে গ্রেফতার করে হরিয়ানার বাসিন্দা রাহিল এবং সাহিলকে। জেরায় রাহিল এবং সাহিল স্বীকার করেছে, তারা গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার নির্দেশে দিল্লিতে হাজির হয়। মুনাওয়ারকে হত্যা করতেই তারা দিল্লিতে হাজির হয় বলে জানায় গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা গ্যাংয়ের ওই ২ সদস্য।

জেরায় ওই ২ জন আরও স্বীকার করে, এর আগে তারা মুম্বই এবং বেঙ্গালুরুতে টার্গেট করে মুনাওয়ার ফারুকিকে। তবে মুম্বই এবং বেঙ্গালুরুতে মুনাওয়ারকে তারা খুন করতে পারেনি। ফলে মুনাওয়ার দিল্লিতে এলে তাঁকে হত্যার ছক কষেই সাহিল এবং রাহিল রাজধানী শহরে হাজির হয়।

৩৩ বছরের মুনাওয়ার ফারুকি যেমন জনপ্রিয় কৌতুকশিল্পী তেমিন তিনি বিগ বসের জয়ীও। ২০২৪ সালে বিস বস থেকে জিতে বাইরে বেরোন মুনাওয়ার। ইনস্টাগ্রামে মুনাওয়ারের ১৪.২ মিলিয়ন অনুগামী রয়েছে। পাশাপাশি মুনাওয়ার ফারুকি সলমন খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। এবার সেই মুানওয়ার ফবারুকিকে হত্যার পরিকল্পনা করে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার নামের দুই গ্যাংস্টার।