দিল্লি, ২ অক্টোবর: মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) হত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে ২ জনকে গ্রেফতার করা হয়। কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে হত্যা পরিকল্পনা করে রোহতি গোদারা-গোল্ডি ব্র্রার-বীরেন্দ্র চরণ গ্যাং। তবে আগে থেকেই সেই খবর পৌঁছে যায় দিল্লি পুলিশের কানে। যার জেরে ওই ৩ গ্যাংস্টারের পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ২ জনকে। আপাতত ধৃতদের জেরা শুরু করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।
বৃহস্পতি ভোরে দিল্লির জিৎপুর-কালিন্দি কুঞ্জ রোডে গ্যাং ওয়ার চলছিল। সেই সময়ই পুলিশ ওই ৩ গ্যাংস্টারের পরিকল্পনা ভেস্তে দিয়ে ২ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রাহিল এবং সাহিল। হরিয়ানার পাথিপথ এবং ভিওয়ানির বাসিন্দা রাহিল এবং সাহিল, এই দুজন মুনাওয়ারকে খুনের পরিকল্পনা করে ব্রারদের কথা অনুযায়ী। এমন তথ্য পুলিশের হাতে আসে।
বিদেশে বসবাসরত রোহিত গোদারার নির্দেশ অনুযায়ী (যে রোহিত গোদারা গোল্ডি ব্রারের হয়ে কাজ করে) মুনাওয়ার ফারুকিকে হত্যা করবে বলে ছক কষে। সেই অনুযায়ী মাঠে নামানো হল রাহিল এবং সাহিলকে।
পুলিশ সূত্রে খবর, মুনাওয়ার ফারুকি মুম্বই এবং বেঙ্গালুরুর কোথায় কোথায় যাচ্ছেন, সেই খবর সংগ্রহ শুরু করে রাহিল এবং সাহিল। এরপর দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনীতে শুটাররা লুকিয়ে রয়েছে বলে পুলিশ খবর পায়। এরপরই শুরু হয় জোরদার তল্লাশি। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ পুলিশ নিউ ফ্রেন্ডস রোড সংলগ্ন এলাকায় গিয়ে রাহিল এবং সাহিলকে পাকড়াও করে।
প্রসঙ্গত ২০২৪ সালে বিগ বসের মঞ্চে জয়ী হন মুনাওয়ার ফারুকি। তাঁর ১৪.২ মিলিয়ন অনুগামী রয়েছে ইনস্টাগ্রামে। এসবের পাশাপাশি বর্তমানে পতী, পত্নী অউর পাঙ্গা নামে একটি রিয়্যালিটি শোয়ে সঞ্চলনার কাজ করছেন মুনাওয়ার।
বিগ বস জয়ের পর ২০২৪ সালেও একবার মুনাওয়ার ফারুকিকে খুনের হুমকি দেওয়া হয়। তারপর থেকেই বাড়ানো হয় মুনাওয়ারের নিরাপত্তা। সেবারও দিল্লিতেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়। যা জানতে পেরে দিল্লি থেকে তড়িঘড়ি মুম্বইতে ফেরানো হয় এই জনপ্রিয় কৌতুকশিল্পীকে।
প্রসঙ্গত গোল্ডি ব্রারের পাশাপাশি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরেও মুনাওয়ার ফারুকি রয়েছেন বলে জানা যায়।