মুম্বই, ১৪ অক্টোবর: আজও জামিন মিলছে না শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। আরিয়ান, আরবাজ মার্চান্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন নিয়ে রায়দান পিছিয়ে গেল ২০ অক্টোবর। মুম্বইয়ের বিশেষ এনডিপিএস কোর্টে জামিনের আবেদন করেছেন তিনজন। জামিন না মেলাতে আগামী বুধবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে তাঁদের।
আজ জামিনের আবেদনের বিরোধিতা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আদালতকে জানায় যে আরিয়ান খান নিয়মিত মাদক নিতেন। কেন্দ্রীয় সংস্থার হয় সওয়াল করা অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং দাবি করেন, আরিয়ান খান গত কয়েক বছর ধরেই মাদক ব্যবহার করতেন। তিনি আরও দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও শাহরুখ-পুত্রের যোগাযোগ ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। তাই এই বিষয়ে আরও তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখা দরকার। আরও পড়ুন: Nora Fatehi: ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রী নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
এখানেই শেষ নয়, আরিয়ান খানকে জামিন দেওয়ার বিরুদ্ধে যুক্তি দেখিয়ে অনিল নাটকীয় ভাবে আদালতকে বলেন, "এই দেশ মহাত্মা গান্ধীর দেশ। মাদকের অপব্যবহার তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে।"
Drugs on cruise matter | Mumbai Special NDPS court reserves order for 20th October on bail application of Aryan Khan, Arbaaz Merchant and Munmun Dhamecha
— ANI (@ANI) October 14, 2021
জবাবে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই মাদকের বিপদের কথা স্বীকার করেন। যদিও তিনি জোর দিয়ে বলেন, "যাই ব্যবস্থা নেওয়া হোক না কেন, তা আইনের আওতায় থাকা উচিত। আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনে কোনও প্রমাণ মেলেনি। তাই তাঁকে আটকে রাখার কোনও কারণ নেই। আমি বলছি না যে আমার মক্কেল মাদকে আসক্ত। আমি শুধু সেই নথি পড়ছি। আমি ব্যক্তিগত ভাবেও কিছু বলছি না। কিন্তু আমি সুপ্রিম কোর্ট, আইনসভা এবং সরকারের কথা বলছি এবং তারা সেই বিধান মেনে নিয়েছে যে মাদকর পরিমাণের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে।"