টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Photo Credits: Instagram)

কলকাতাঃ আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) মহিলা চিকিৎসককে(Lady Doctor) খুন-ধর্ষণের(Rape) ঘটনায় সরব হয়েছিলেন টলিউড অভিনেত্রী(Tollywood Actress) এবং প্রাক্তন তৃণমূল(TMC) সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। এরপর থেকেই একের পর এক ধর্ষণের হুমকি জুটেছে তাঁর কপালে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিনেত্রীকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল টলিপাড়া। এই মিছিলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্ট্যোপাধ্যায়দের সঙ্গে মিছিলে পা মেলান মিমিও। গত ১৪ আগস্ট মেয়েদের 'রাত দখল' কর্মসূচিতেও সামিল হন মিমি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে কড়া ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাঁকে ধর্ষণ করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন,"যখন আমরা একজন নারীর সঙ্গে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছি। তখন কিছু মানুষ নারীদের এই ধরনের কথা বলার সাহস পাচ্ছেন।" নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনেই মিমিওকে আক্রমণ করা হয়। এই ঘটনায় ভীষণভাবে হতাশ এবং বিরক্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশকে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেন প্রাক্তন তৃণমূল সাংসদ।

মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পোস্ট