মণিপুর তখন হিংসার তীব্র আগুনে জ্বলছে। হিংসায় বহু মানুষ মারা যাচ্ছেন, হাজারে হাজারে গৃহহীন পড়ছেন। এই কারণে সেই সময়ে মণিপুরের কোনও অভিনেতা-অভিনেত্রীদের কোনওরকম বিনোদনী অনুষ্ঠানে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়েছিল KKL নামের রাজ্যের এক সংগঠন। কিন্তু সেই আবেদন না শুনে মণিপুরের জনপ্রিয় অভিনেত্রী সোমা লাইশরম (Soma Laishram) রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে দিল্লিতে এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
উত্তর পূর্ব ভারতের পড়ুয়ারা সেই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এই কারণে কাংলেইপাক কানবা লুপ (KKL) রাজ্যের সেই অভিনেত্রীকে তিন বছরের জন্য নির্বাসনের শাস্তি দিল। এই শাস্তির ফলে মণিপুরের আর কোনও সিনেমা, সিরিয়াল , ওয়েব সিরিজে অভিনয় করতে পারবেন না অভিনেত্রী সোমা লাইশরম। আরও পড়ুন-খাবারে বিষক্রিয়া, জবলপুর সরকারি স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
দেখুন টুইট
#Manipur civil body bans film star from films for 3 years for participating in beauty pageant in Delhi
Read: https://t.co/lmNkq1NyIK pic.twitter.com/isdsygwLiW
— IANS (@ians_india) September 19, 2023
পাশাপাশি রাজ্যের কোনও বিনোদনী অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারবেন না বলে ফতোয়া জারি করেছে KKL। তবে মণিপুরের সিনেমা ফোরাম (FFM) এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে।