কলকাতা, ৩ জুলাই: টলিউড থেকে একের পর এক বিচ্ছেদের খবর আসতে শুরু করেছে। কখনও অভিনেত্রী সুস্মিতা রায়ের বিয়ে ভাঙার খবর আবার কখনও অভিনেত্রী শ্রীপর্ণা রায় সংসার ছেড়ে বেরিয়ে আসছেন বলে খবর ছড়াতে শুরু করে। সুস্মিতা রায়ের বিচ্ছেদের খবরে অভিনেত্রী নিজেই শিলমোহর বসিয়েছেন। নিজের জন্মদিনের সকালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন সুস্মিতা। অন্যদিকে শ্রীপর্ণা রায়কে নিয়েও চলছে তুমুল জল্পনা। সবকিছু মিলিয়ে চলিউডের মন খারাপ। একের পর এক জুটি যখন বিয়ে ভেঙে বেরিয়ে আসছেন, সেই সময় কার্যত খোঁচা দিয়েই বিয়ের পুরনো ছবি পোস্ট করলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। অভিনেতা রাজা গোস্বামীর (Raja Goswami) স্ত্রী।
সোশ্যাল হ্যান্ডেলে মধুবনী একটি ছবি পোস্ট করেন। তাঁদের বিয়ের ছবি পোস্ট করেন মধুবনী বিবাহ বার্ষিকীর দিন। সেই সঙ্গে লেখেন, অনেকেই বলেন আজকাল সম্পর্কের গ্যারান্টি নেই। তবে রাজা এবং মধুবনীর সম্পর্কের গ্যারান্টি ছিল, আছে, থাকবে বলে নিজের পোস্টে লেখেন প্রাক্তন অভিনেত্রী। তাঁদের সম্পর্কের গ্যারান্টি আছে বলেই প্রত্যেক বছর তাঁরা এভাবেই বিবাহ বার্ষিকী পালন করবেন বলে জানান মধুবনী সরকার।
আরও পড়ুন: Jeetu Kamal Video: রমণীর সঙ্গে বাহু বন্ধনে জীতু কমল, ভিডিয়ো এগোতেই ছবি দেখে হাঁ অনুরাগীরা, দেখুন
টলিউডে (Tollywood) RajaRযখন ভাঙনের মরশুম চলেছে, একের পর এক সম্পর্ক ভাঙছে, সেই সময় মধুবনী বিয়ের ছবি পোস্ট করে নিজেদের ভালবাসার গ্যারান্টি দিলেন বলে মন্তব্য করছেন অনেকে।
দেখুন কী লিখলেন মধুবনী গোস্বামী...
মধুবনীর ওই স্টেটাসের পর অনেকেই নানা মন্তব্য করেন। কেউ বলেন, মধুবনীর কথায় অহংকারের ছোঁয়া রয়েছে। আবার কেউ বলেন, মধুবনী একটু বেশিই আত্মবিশ্বাসে ভর করে চলছেন। কেউ কেউ আবার আরবাজ খান, মালাইকা অরোরার ১৮ বছরের সংসার ভেঙে গিয়েছে বলেও উদাহরণ টানেন। সবকিছু মিলিয়ে মধুবনী গোস্বামীর স্টেটাস নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা।