Priyanka Chopra: দীপিকার সঙ্গে মেয়ের তুলনা, 'বিরক্তিকর' বলে কড়া সমালোচনার মুখে প্রিয়াঙ্কার মা
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৭ মে: দীপিকা পাড়ুকোনের তুলনায় প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) 'ফ্যাশন সেন্স' ভাল৷ দীপিকার তুলনায় যে কোনও 'ফ্যাশনেবল' পোশাক প্রিয়াঙ্কা বেশি ভাল করে পরেন৷ এবার এমনই মন্তব্য করে ট্রোলের মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া৷

দীপিকার (Deepika Padukone) সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করায় মধু চোপড়াকে কেউ 'বিরক্তিকর মহিলা' বলে কটাক্ষ করেন৷ কেউ বলেন, অনেক বয়স হয়েছে, এবার ওঁর থামা উচিত৷ কেউ আবার বলতে শুরু করেন, নিজের মেয়ের ভক্ত মধু চোপড়া৷ সবকিছু মিলিয়ে দীপিকার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনার পরপরই একের পর এক আক্রমণ এবং কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে মধু চোপড়ার (Madhu Chopra) দিকে৷ যদিও দীপিকা পাড়ুকোন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷

আরও পড়ুন:  Sushant Singh Rajput: নিভৃতেই ভাই সুশান্তকে স্মরণ, ঘোষণা দিদির

সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশ্যুট করেন প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রিয়াঙ্কার ওই ফটোশ্যুট নিয়ে মধু চোপড়াকে জিজ্ঞাসা করা হলে তিনি আচমকাই মেয়ের সঙ্গে দীপিকার তুলনা টেনে বসেন৷ এরপরই মধু চোপড়া একের পর এক সমালোচনার মুখে পড়েন নেটিজেনদের সামনে৷

 

বর্তমানে প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন৷ করোনার জেরে তিনি কবে ভারতে আসতে পারবেন, সে বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন পিগি৷ এমনকী বিদেশের বসেই তিনি ভারতের জন্য তহবিল তৈরি করছেন৷ যার জন্য প্রত্যেকের কাছে সাহায্য চাইতেও দেখা প্রিয়াঙ্কাকে৷