সুশান্তের সঙ্গে দিদি, ছবি ট্যুইটার

মুম্বই, ২৭ মে: ভাইয়ের মৃত্যু বার্ষিকী নিভৃতে কাটাতে চান৷ একা থাকতে চান ওইদিন৷ ভাইয়ের কথা মনে করে, তাঁর স্মৃতি হাতড়ে কাটাতে চান মৃত্যু বার্ষিকী৷ এবার এমনই জানালেন সুশান্ত সিং রাজপুতের ছোটদিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)৷

গত বছর ১৪ জুন মুম্বইয়ের (Mumbai) ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দেহ৷ সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও বিস্তর জল্পনা রয়েছে৷ সুশান্ত আত্মহত্যা করেছেন না কেউ তাঁকে খুন করেছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত৷

আরও পড়ুন:  Sneha Ullal: ঐশ্বর্যর মতো সাজ, রাইয়ের 'হমশকল', ভাইরাল স্নেহা উলালের ছবি

সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে৷ এমনকী, রিয়ার যোগসাজসেই সুশান্তকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে৷ এরপরই মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে (Rhea Chakraborty)৷ যদিও জামিনে মুক্ত অভিনেত্রী৷ তবে সুশান্তের মৃত্যু রহস্য এখনও অধরা৷ ফলে চোখের জলেই ভাইকে স্মরণ করতে চান দিদি শ্বেতা সিং কীর্তি৷