প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর (Picture Source: Facebook)

কলকাতা, ২৪ জুলাই: আজ সকালে প্রয়াত হন কিংবদন্তি নৃত্য়শিল্পী অমলা শঙ্কর (Amala Shankar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ পরিবার। গত মাসেই তাঁর ১০১তম জন্মদিন পালন করেছিল পরিবার। আজ, শুক্রবার ভোরে তাঁর প্রয়াণের খবর আসে। নৃত্যশিল্পী অমলাশঙ্করের মৃত্যুর সঙ্গে যেন একটা গোটা প্রজন্মের অধ্যায় শেষ হল বাংলার নৃত্যজগতে।

প্রয়াত শিল্পীর নাতনি শ্রীনন্দা শঙ্কর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ জানিয়েছেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু তা এখনও জানা না গেলেও, বয়সজনিত অসুস্থতাই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন, অমিতাভ বচ্চন করোনা নেগেটিভ! খবরটি আদৌ সত্যি? নিজেই টুইট করে জানালেন বিগ-বি

শিল্পী অমলা শঙ্করের প্রতিভার বিচ্ছুরণ তাঁর কৈশোর থেকেই। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্য়ারিসের ইন্টারন্য়াশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর আলাপ। তখনও ফ্রক পরতেন শিল্পী।

দূরদর্শনে বহু পুরনো একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী, কিংবদন্তি নৃত্য়গুরু উদয় শঙ্করের সঙ্গে যখন তাঁর আলাপ হয়, তখনও তিনি ফ্রক-পরিহিতা। তার কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। তাঁর ডান্স গ্রুপের সঙ্গে কিশোরী অমলাও ঘুরে বেড়াতে থাকেন দেশ-বিদেশ। গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্য়াত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্য়তম। উদয় শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’-তে উমা চরিত্রে অমলা শঙ্করের নৃত্য়াভিনয় অত্য়ন্ত প্রশংসিত হয় আন্তর্জাতিক স্তরে এবং কান চলচ্চিত্র উৎসবেও।