সূর্য (Photo Credits: Twitter)

চূড়ান্ত সুরক্ষা বলয়ের মধ্যে থেকে সরকারের যাবতীয় করোনাভাইরাস সেফটি গাইডলাইন মানার পরেও বিশ্বের অনেকেই কোভিডে আক্রান্ত হচ্ছেন। বছর ঘুরলেও প্রাক করোনাকালের পরিস্থিতি এখনও ফেরেনি। তইতো বাইরে বেরোলেই যেন সকলে মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন। সামাজিক দূরত্ববিধি মেনে চলেন, তার নির্দেশিকা বলবৎ রয়েছে। একই সঙ্গে সবাইকে তা মানার কথা বলা হচ্ছে। এই তালিকায় রয়েছে রুপোলী পর্দার সেলেবরাও। সমস্ত সুরক্ষা বিধি মানার পরেও সেলেবদের অনেকেই গত এক বছরে মারণ রোগের শিকার হয়েছেন। তবে সুস্থও হয়ে উঠেছেন ধীরে ধীরে। যখন দেশদুড়ে টিকাকরণের প্রক্রিয়া শুরু হল। এমনকী করোনার দৈনিক সংক্রমণও অনেকটা কমেছে। এমন সময় কোভিড পজিটিভ (COVID-19) হলেন কলিউড সুপারস্টার সুর্য। আরও পড়ুন-Uttarakhand Glacier Burst Updates: উত্তরাখণ্ডে ভয়াবহ হিমবাহ বিপর্যয়, শোক প্রকাশ করে পাশে থাকার বার্তা রাষ্ট্রপুঞ্জের

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনুরাগীদের কাছে নিজের সংক্রমণের খবর পৌঁছে দিলেন সূর্য। তবে এও জানিয়েছেন য়ে তাঁর চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সূর্য। তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুরাগীদের এও বলেছেন যে, করোনা নিয়ে একেবারে ছেলেখেলা নয়। বিষয়টি হালকাভাবে নিলে বিপদ বাড়বে। ফের একবার কোভিড সংক্রান্ত যে সুরক্ষাবিধি রয়েছে তা মেনে চলার জন্য সকলকে সতর্কও করেছেন তিনি। সূর্যর শারীরিক পরিস্থিতির খবর পাওয়ার পর থেকেই অনুরাগীরা প্রিয় অভিনেতার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। কমেন্টে চলছে সুস্থতার প্রার্থনা।

সুরারাই পটরু ছবিতে সূর্যকে শেষবারের মতো দেখা গিয়েছিল। দক্ষিণী অভিনেতার শেষছবি বক্স অফিসে চূড়ান্তভাবে সফল। বেশ কয়েকটি ছবিতে কাজও করছেন সূর্য। তাঁর আসন্ন ছবির মধ্যে রয়েছে নাভারসা, বাদিবাসাল। সুপারস্টার সূর্যের আরোগ্য কামনায় চলছে প্রার্থনা।