Photo Credits: ANI

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে (Bengaluru) নিজের আসন্ন সিনেমা চিক্কু (Chikku)-র প্রচারের জন্য সাংবাদিক বৈঠক (press conference) ডেকেছিলেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ (actor Siddharth)। কিন্তু, সাংবাদিক বৈঠক চলাকালীন সেখানে আচমকা হাজির হন কর্নাটক রক্ষণা বেদিকে স্বাভিমানী সেনে (Karnataka Rakshana Vedike Swabhimani Sene)-র সদস্যরা।

তাঁদের দাবি ছিল, তামিলনাড়ু (Tamil Nadu) যখন কর্ণাটকের (Karnataka) থেকে কাবেরির জল (Cauvery River water) দাবি করছে সেই সময়ে অভিনেতার এই সিনেমার প্রচার করা ঠিক নয়। সময়টা উপযুক্ত নয় বলেই সাংবাদিক বৈঠক  বন্ধ করার দাবি জানাতে থাকেন। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে সাংবাদিক বৈঠক স্থগিত রেখে ঘটনাস্থল ছাড়েন অভিনেতা সিদ্ধার্থ। আরও পড়ুন: Government School: ফাঁকা হয়ে যাচ্ছে সরকারি স্কুল, বিহারের এই স্কুলে পড়াশোনা করে মাত্র তিন জন ছাত্রী, দেখুন

দেখুন ভিডিয়ো: