নয়াদিল্লি: বর্তমানে সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। সরকারি স্কুলে সন্তানদের ভর্তি করতে ভরসা পাচ্ছেন না অনেকেই। সরকারি স্কুলগুলোতে কার্যত মাছি তাড়াচছেন শিক্ষকরা। বিহারের গয়া জেলার খিজারসরাই ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (Government Primary School) এমনই এক দৃশ্য দেখা গেলো। স্কুলটিতে মাত্র তিনজন ছাত্রী পড়াশোনা করে। এই তিন ছাত্রীর পাঠদানের জন্য দুইজন শিক্ষক রয়েছেন, এবং স্কুলে মিড-ডে মিলের খাবার তৈরি করতে একজন রাঁধুনি মোতায়েন করা হয়েছে।
দেখুন ভিডিও
VIDEO | Only three girls study in this government primary school in Khizarsarai Block of Gaya district in #Bihar. Two teachers have been deployed to teach these girl students. A cook has been deployed to prepare food under the mid-day meal scheme in the school. pic.twitter.com/8KGdAD6U1D
— Press Trust of India (@PTI_News) September 28, 2023