মুম্বই, ১২ এপ্রিল : সলমন খান, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার দেখা মিলল করিশ্মা কাপুরের হমশকলের। পাকিস্তানি হিনার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন...
View this post on Instagram
View this post on Instagram
করিশ্মা কাপুরের (Karisma Kapoor) হমশকল হিসেবে পরিচিত পাকিস্তানি (Pakistan) হিনা যে কার্যত তারকা হয়ে উঠেছেন, তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই স্পষ্ট। যেখানে করিশ্মার একের পর এক সুপারহিট ছবির গানে ঠোঁট মেলাতে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি করিশ্মার মতো চুলের রঙ, চোখের চাহনি, সবকিছুই রয়েছে হিনার। পাকিস্তানি ইনস্টাগ্রাম স্টারের সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
আরও পড়ুন : Janhvi Kapoor : মালদ্বীপে মোহময়ী জাহ্নবী, ভাইরাল নায়িকার ছবি
যদিও করিশ্মার হমশকল (Karisma Kapoor's Doppelganger) হিসেবে হিনাকে নিয়ে যতই চর্চা শুরু হোক না কেন, তিনি কখনও করিশ্মার মতো করে মানুষের মন জয় করতে পারবেন না বলেও কটাক্ষ করেন অনেকে।