Kapil Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ অগাস্ট: এবার কড়া নিরাপত্তা দেওয়া হল কপিল শর্মাকে (Kapil Sharma)। মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে কপিল শর্মার আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কানাডার সুরেতে পরপর ২বার কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে লক্ষ্য করে গুলি চালায় বিষ্ণোই গ্যাং। শুধু তাই নয়, এবারও যদি কপিল শর্মা বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশ অমান্য করেন, তাহলে মুম্বইতেও তাঁকে ছাড়া হবে না। কপিল শর্মাকে গ্যাংস্টার গোল্ডি ধিঁলোর নাম করে ওই হুমকি দেওয়ার পর, এবার মুম্বই পুলিশের তরফে জনপ্রিয় কৌতুক শিল্পীর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

গত ১০ জুলাই এবং ৭ অগাস্ট পরপর কপিল শর্মার কানাডার ক্যাফে লক্ষ্য করে গুলি চালায় বিষ্ণোই গ্যাং। কপিল কেন নিজের ক্যাফের উদ্বোধনে সলমন খানকে আমন্ত্রণ করেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিষ্ণোই গ্যাংয়ের তরফে।

আরও পড়ুন: Kapil Sharma-Salman Khan: সলমনের সঙ্গে কপিলের বন্ধুত্ব কেন? 'প্রতিশোধ' নিতেই ক্যাপস ক্যাফেতে গুলি চালানো হয়েছে, জানাল বিষ্ণোই গ্যাং

সলমন খানকে আমন্ত্রণ করার জন্যই কপিল শর্মার ক্যাফে লক্ষ্য় করে গুলি চালানো হয়েছে বলে দাবি করা হয় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে। গত ৭ অগাস্ট ক্যাপস ক্যাফে লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হয়, তার সঙ্গে দেওয়া হয় জোরদার হুমকি। কপিল এবার মুম্বইতে থাকলেও রেয়াত পাবেন না বলে যে হুমকি দেওয়া হয়, তারপরই কড়া নিরাপত্তা দেওয়া হয় জনপ্রিয় কৌতুকশিল্পীকে।

সলমন খানের উপর কেন রাগ বিষ্ণোই গ্যাংয়ের

হম সাথ সাথ হ্যায়-এর শ্যুটিংয়ের সময় সলমন খান কৃষ্ণসার হরিণ লক্ষ্য করে গুলি চালান। আদালতের তরফে সলমন খানকে এই ঘটনায় মুক্ত করা হলেও বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁকে রেয়াত করা হয়নি। যার জেরে বিষ্ণোই গ্যাংয়ের তরফে এৎনও পর্যন্ত একটানা হুমকি দেওয়া  হয় সলমন খানকেষ কৎনও সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় আবার কখনও অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। সবকিছু মিলিয়ে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানের উপর থেকে শাস্তির খাড়া এখনও সরায়নি বিষ্ণোই গ্যাং।