মুম্বই, ২৮ এপ্রিল: প্রত্যেকে ভ্যাকসিন (Vaccine) নিন। ভ্য়াকসিন ছাড়া কেউ থাকবেন না। যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন, করোনায় আক্রান্ত হলেও তাঁদের মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। তাঁদের হাসপাতালে(Hospital) ভর্তি করার প্রয়োজন হচ্ছে না। এবার ভ্যাকসিন নেওয়ার আবেদন করলেন কঙ্গনা রানাউত।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনও গুজব ছড়াবেন না। কোনও গুজবে কানও দেবেন না। মহামারীর (Pandemic) সঙ্গে লড়াই করতে প্রত্যেকের মনের জোর প্রয়োজন। মনের জোর হারানোর সময় নয়। তাই ভ্যাকসিন নিয়ে প্রত্যেককে রোগ প্রতিরোধের জন্য তৈরি থাকতে হবে বলে জানান কঙ্গনা।
আরও পড়ুন: Jimmy Shergill: করোনা বিধি লঙ্ঘন, গ্রেফতার অভিনেতা জিমি শেরগিল
Important message #VaccineRegistration pic.twitter.com/3Wi0U5qvAS
— Kangana Ranaut (@KanganaTeam) April 28, 2021
পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর বাড়িতে যত কর্মী রয়েছেন, তাঁরাও প্রত্যেকে ভ্যাকসিন নেবেন না বলে সিদ্ধান্ত নেন। পরে তাঁদের বুঝিয়ে টিকাকরণের জন্য রাজি করেন তিনি। আগামী ১ মে তিনি ও তাঁর বাড়ির প্রত্যেকে ভ্যাকসিন নিতে যাবেন বলে জানান কঙ্গনা।